TRENDING:

Crime News: সন্তোষপুরে ভয়ানক কাণ্ড! সারারাত শারীরিক নির্যাতন, স্বামীর সঙ্গে যা করল মদ্যপ স্ত্রী..., জানলে শিউরে উঠবেন

Last Updated:

Crime News: সন্তোষপুরে ঘটে গেল ভয়ানক কাণ্ড৷ সারারাত ধরে বাড়িতে মদ্যপ স্ত্রীর জুলুম, চলল ভাঙচুর৷ সকালেই থানায় গিয়ে অভিযোগ জানান স্বামী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সন্তোষপুরে ঘটে গেল ভয়ানক কাণ্ড৷ সারারাত ধরে বাড়িতে মদ্যপ স্ত্রীর জুলুম, চলল ভাঙচুর৷ সকালেই থানায় গিয়ে অভিযোগ জানান স্বামী৷
মৃতের মা উর্মিলা দেবীর অভিযোগ, তার পুত্রবধূ নিজের নাবালিকা কন্যাকে মাত্র বয়স ১২ বছর বয়সে তার প্রেমিক অমিত কুমারের সাথে বিয়ে দেন। সেই সঙ্গে পুনিতা তাদের উপর চাপ সৃষ্টি করছিলেন এক বিঘা জমি প্রেমিক অমিতকে দিতে হবে। যখন জসওয়ান্ত অস্বীকার করেন, পুনিতা তাকে খুনের পরিকল্পনা করেন।
মৃতের মা উর্মিলা দেবীর অভিযোগ, তার পুত্রবধূ নিজের নাবালিকা কন্যাকে মাত্র বয়স ১২ বছর বয়সে তার প্রেমিক অমিত কুমারের সাথে বিয়ে দেন। সেই সঙ্গে পুনিতা তাদের উপর চাপ সৃষ্টি করছিলেন এক বিঘা জমি প্রেমিক অমিতকে দিতে হবে। যখন জসওয়ান্ত অস্বীকার করেন, পুনিতা তাকে খুনের পরিকল্পনা করেন।
advertisement

স্বামীর অভিযোগ, শারীরিক ও মানসিক নির্যাতন করেছে স্ত্রী৷ সার্ভে পার্ক থানায় সেই ব্যক্তি তাঁর স্ত্রীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।

চাঞ্চল্যকর ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে৷

আরও পড়ুন-১০০ বছর পর দীপাবলিতে বিরল সংযোগ…! ৩ রাশির জ্যাকপট, দু-হাত ভরে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলবে ভাগ্যের দরজা

advertisement

অভিযোগ, স্ত্রী মদ্যপ অবস্থায় বাড়ি ভাঙচুর করেন ও স্বামীকে শারীরিকভাবে আঘাত করেন। মদ্যপ স্ত্রীর এই আচরণ শুনে রীতিমতো হতবাক হয়েছেন পুলিশ কর্তারাও৷

আরও পড়ুন-আগামী ৯০ দিন…! ভয়ঙ্কর দুঃসময় শেষ ৪ রাশির, অঢেল টাকার ফোঁয়ারা, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী মিললেই পাবেন কুবেরের ধন

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস ফুচকা খেলেই বিনামূল্যে 'সোনার গয়না'! ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতা
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্ত্রীর অতিরিক্ত মদ্যপানের জেরে পরিবারে অশান্তি লেগেই থাকত। এর আগেও একাধিকবার মারধর করতেন বলে অভিযোগ জানিয়েছিলেন ওই ব্যক্তি৷ এবার সব সীমা পার করেছেন স্ত্রী৷ তাঁর অভিযোগের উপর ভিত্তি করে সার্ভে পার্ক থানায় মামলা রুজু করেছে এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: সন্তোষপুরে ভয়ানক কাণ্ড! সারারাত শারীরিক নির্যাতন, স্বামীর সঙ্গে যা করল মদ্যপ স্ত্রী..., জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল