Sanjay Roy: 'স্যর, আজ ফেরত আসব তো?' নমস্কার করে আদালতে রওনা দিল সঞ্জয়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় ওই চিকিৎসক পড়ুয়াকে৷ তদন্তে নেমে চব্বিশ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রাইকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
1/7

ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড, আজ দোষী সাব্যস্ত হলে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের এমনই চরম শাস্তি হওয়ার সম্ভাবনা প্রবল৷ সম্ভবত তা আঁচ করেই জেলের মধ্যেও আতঙ্কিত হয়ে পড়ল অভিযুক্ত সঞ্জয়৷
advertisement
2/7
জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেল আজ আদালতে নিয়ে আসার আগে শুক্রবার রাত থেকেই জেলের ভিতরে চুপচাপ ছিল সঞ্জয়৷ এ দিন সকালেও জেলের ভিতরে থম মেরেই ছিল আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত৷
advertisement
3/7
সূত্রের খবর, জেল থেকে বের করে আদালতে আনার সময় সঞ্জয় পুলিশ অফিসারদের প্রশ্ন করেন, স্যর, আজকে ফেরত আসব তো?
advertisement
4/7
এর পর জেলের গেটের কাছে এসে পিছন দিকে ফিরে নমস্কার করে সে৷ গাড়িতে উঠেও মাথা নিচু করে বসে থাকে সঞ্জয়৷
advertisement
5/7
শনিবার দুপুর আড়ইটে থেকে আরজি কর মামলার রায় ঘোষণা করবেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস৷ তবে আজই সঞ্জয়ের শাস্তি ঘোষণা হবে কি না, তা নিয়ে সংশয় থাকছে৷
advertisement
6/7
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় ওই চিকিৎসক পড়ুয়াকে৷ তদন্তে নেমে চব্বিশ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
7/7
শিয়ালদহ আদালতে বিচারপ্রক্রিয়া চলাকালীন বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়৷ সংবাদমাধ্যমের সামনেও সে অভিযোগ করে, এই মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে৷