TRENDING:

NCRB Report on Kolkata: নারী নিরাপত্তায় দেশের সবচেয়ে সুরক্ষিত শহর কলকাতা, দাবি NCRB-র, অপরাধ প্রবণতায় প্রথম ৩ শহরের নাম জানলে চমকাবেন!

Last Updated:
NCRB Report on Kolkata: এ নিয়ে পরপর চার বছর ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে নিজের অবস্থান ধরে রাখল তিলোত্তমা। সবচেয়ে খারাপ নারী নিরাপত্তা কোন শহরের জানেন?
advertisement
1/10
নারী নিরাপত্তায় দেশের সবচেয়ে সুরক্ষিত শহর কলকাতা, দাবি NCRB-র, অপরাধ প্রবণতায় প্রথম ৩ কারা
এ রাজ্যে যখন নারী নিরাপত্তা নিয়ে একগুচ্ছ অভিযোগ বিরোধীদের, সেই সময়ই নিরাপত্তায় দেশের সেরা হিসেবে কলকাতার নাম উঠে এল।
advertisement
2/10
নিরাপদতম শহর হিসেবে ফের সেরার শিরোপা কলকাতার। টানা ৪ বছর কলকাতার মাথায় নিরাপদতম শহরের মুকুট। রিপোর্ট পেশ করল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো।
advertisement
3/10
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে উল্লেখ, অপরাধ প্রবণতায় প্রথম তিনে দেশের রাজধানী! অপরাধ প্রবণতায় প্রথম স্থানে কেরলের কোচি, তালিকায় দ্বিতীয় স্থানে বিজেপি শাসিত দিল্লি। অপরাধের তালিকায় বিজেপি শাসিত গুজরাতের সুরাত তৃতীয়।
advertisement
4/10
ভারতের নিরাপত্তা তালিকায় আবারও শীর্ষে উঠে এল কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-এর সর্বশেষ ২০২৩ সালের রিপোর্টে দেখা গিয়েছে, দেশের ২০ লাখের বেশি জনসংখ্যা বিশিষ্ট ১৯টি শহরের মধ্যে কলকাতায় অপরাধের হার সবচেয়ে কম প্রতি এক লক্ষ জনে মাত্র ৮৩.৯টি দণ্ডনীয় অপরাধ।
advertisement
5/10
এ নিয়ে পরপর চার বছর ভারতের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে নিজের অবস্থান ধরে রাখল তিলোত্তমা।
advertisement
6/10
অপরাধ পরিসংখ্যান বলছে, ২০২২ সালে কলকাতায় এই হার ছিল ৮৬.৫ এবং ২০২১ সালে ১০৩.৫। ২০১৬ সালে যেখানে এই হার ছিল ১৫৯.৬, সেখানে ধীরে ধীরে অপরাধের গ্রাফ নেমেছে শহরে। গত বছর (২০২৩) শহরে মোট দণ্ডনীয় অপরাধের সংখ্যা দাঁড়ায় ১১,৮৪৩, যা ২০২২ সালের তুলনায়ও কম (১২,২১৩)।
advertisement
7/10
নারী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রেও শহরের পারফরম্যান্স প্রশংসনীয়। ২০২৩ সালে কলকাতায় মোট ১,৭৪৬টি নারী-নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় কম।
advertisement
8/10
নারীদের বিরুদ্ধে অপরাধের হার প্রতি এক লক্ষ জনে ২৫.৭, যা দেশের মধ্যে তৃতীয় সর্বনিম্ন চেন্নাই (১৭.৩) ও কোয়েম্বাটুর (২২.৭)-এর পরেই কলকাতা। শহরে প্রাপ্তবয়স্ক নারীর ধর্ষণ মামলার সংখ্যা ২০২৩ সালে মাত্র ১০, যদিও নাবালিকা ধর্ষণের ঘটনা ছিল ১৭২টি।
advertisement
9/10
তবে ইতিবাচক ছবির মধ্যেও কিছু সতর্কবার্তা রয়েছে। গত বছর শহরে ৪৩টি খুনের ঘটনা ঘটেছে, যা ২০২২ সালের তুলনায় কিছুটা বেশি (৩৪), যদিও ২০২১ ও ২০২০ সালের তুলনায় কম।
advertisement
10/10
অন্যদিকে, রাজ্য স্তরেও পশ্চিমবঙ্গ এগিয়ে রাজ্যের দণ্ডনীয় অপরাধের হার ১৮১.৬, যেখানে জাতীয় গড় ৪৩৩। কেবল ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, সিকিম ও মেঘালয় এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের চেয়ে ভাল অবস্থানে রয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
NCRB Report on Kolkata: নারী নিরাপত্তায় দেশের সবচেয়ে সুরক্ষিত শহর কলকাতা, দাবি NCRB-র, অপরাধ প্রবণতায় প্রথম ৩ শহরের নাম জানলে চমকাবেন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল