TRENDING:

Nabami Durga Puja 2021: বৃষ্টির আশংকা-করোনা আতঙ্ক! সাঁড়াশি চাপে নবমীর সকালেই পথে দর্শনার্থীদের ঢল...

Last Updated:
Nabami Durga Puja 2021: নবমী নিশির অপেক্ষা না করেই সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চোখে পড়ার মতো ভিড়।
advertisement
1/6
বৃষ্টির আশংকা-করোনা আতঙ্ক! সাঁড়াশি চাপে নবমীর দুপুরেই পথে দর্শনার্থীদের ঢল...
আজ মহানবমী, সকাল থেকেই মণ্ডপে, মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের(Bangla News| Durga Puja 2021) জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও আবার চলছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দুর্যোগ। নবমীতেও মণ্ডপ ফাঁকা। তবে কলকাতার আকাশে এখনও শুধুই মেঘের ঘনঘটা।
advertisement
2/6
বৃষ্টির(Bangla News| Durga Puja 2021) দমক সেভাবে শুরু হয়নি। তবে আবহাওয়া দফতরের সতর্কবাণী আশংকার কালো মেঘের কথা বলেছ। তাই নবমী নিশির অপেক্ষা না করেই সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চোখে পড়ার মতো ভিড়।
advertisement
3/6
ইতিমধ্যেই ভিড় এড়াতে বিমানবন্দরগামী যানবাহনকে চিংড়িঘাটা ফ্লাইওভার ও নিউটাউনের পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। করোনা আবহে অতিরিক্ত ভিড় এড়াতে আজ থেকে বাতিল হল শিয়ালদা শাখায় নবমী-দশমীর স্পেশাল নাইট ট্রেন। গতকাল রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্পেশাল নাইট সার্ভিস ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ।
advertisement
4/6
এর আগে অষ্টমী, নবমী ও দশমী, এই তিনদিনের জন্য শিয়ালদা শাখার বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ, এই পাঁচ ডিভিশনে ৭ জোড়া স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করা হয়।
advertisement
5/6
কিন্তু ভিড়ের চাপে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দর্শকদের ঢোকা বন্ধ হয়ে যাওয়ার পরেই তৎপর হয় পূর্ব রেল কর্তৃপক্ষ। তড়িঘড়ি নাইট সার্ভিস স্পেশাল বন্ধ করা হয়। কলকাতা পুলিশের তরফে পূর্ব রেলের এই বিজ্ঞপ্তি সোশাল মিডিয়ায় পোস্ট করে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।
advertisement
6/6
অন্যদিকে রাজ্য প্রশাসনের মতে সায় দিয়ে রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ‘বিকেল ৪টের পর থেকে বিধাননগর স্টেশনে দাঁড়াবে না কোনও ডাউন ট্রেন অর্থাৎ শিয়ালদাগামী কোনও ট্রেন।’ রাজ্যের সঙ্গে পরামর্শ করে বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। শ্রীভূমি ও অন্যান্য নামি পুজোয় উপচে পড়া ভিড় রুখতেই পদক্ষেপ, খবর সূত্রের। ভিড় এড়াতে আগেই রাতের ৭ জোড়া স্পেশাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতীকী ছবি৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Nabami Durga Puja 2021: বৃষ্টির আশংকা-করোনা আতঙ্ক! সাঁড়াশি চাপে নবমীর সকালেই পথে দর্শনার্থীদের ঢল...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল