TRENDING:

Monsoon in Bengal: ১৫ বছর পর আবার মে মাসেই বাংলায় বর্ষা! তবে এই ঘটনা নজিরবিহীন নয়

Last Updated:
Monsoon in Bengal in May: আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মে মাসে বাংলায় বর্ষা আসার ঘটনা নজিরবিহীন নয়। এর আগেও উত্তরবঙ্গে মে মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছে গিয়েছিল। খুব সম্প্রতি ২০০৯ সালে এবং তার আগে ২০০৬ ও ২০০৭ সালে একই ঘটনা ঘটেছিল ৷’’
advertisement
1/5
১৫ বছর পর আবার মে মাসেই বাংলায় বর্ষা! তবে এই ঘটনা নজিরবিহীন নয়
৩১ মে, ২০২৪ বাংলায় ঢুকে পড়ল বর্ষা। বাংলায় মে মাসে বর্ষা প্রবেশের এই ঘটনা নজিরবিহীন নয়। যদিও ১৫ বছর পর এই ঘটনা ঘটল। ২০০৯ সালের ২৫ মে বর্ষা ঢুকে পড়েছিল উত্তরবঙ্গে। তারও আগে ২০০৬ এবং ২০০৭ সালেও বাংলায় বর্ষা এসেছিল মে মাসেই। Representative Image
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মে মাসে বাংলায় বর্ষা আসার ঘটনা নজিরবিহীন নয়। এর আগেও উত্তরবঙ্গে মে মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছে গিয়েছিল। খুব সম্প্রতি ২০০৯ সালে এবং তার আগে ২০০৬ ও ২০০৭ সালে একই ঘটনা ঘটেছিল ৷’’ Photo Courtesy: IMD
advertisement
3/5
আজ, শনিবার আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যের কয়েক জেলায়। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও । সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
4/5
গত পাঁচ বছরের মধ্যে ২০২০ সালে একই দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছিল। সেটা ছিল ১২ জুন। স্বাভাবিকভাবেই বর্ষা উত্তরবঙ্গে প্রথমে আসে। জলপাইগুড়িতে প্রবেশের দিনক্ষণ ৭ জুন এবং শিলিগুড়িতে ৮ জুন। দক্ষিণবঙ্গের কলকাতাতে বর্ষা প্রবেশের দিনক্ষণ ১১ জুন।
advertisement
5/5
এবার এক নজরে দেখে নেওয়া যাক গত পাঁচ বছরেই বর্ষা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করেছিল? ★২০১৯ সালে ১৬ জুন উত্তরবঙ্গে বর্ষা ঢোকে। সে বছর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে ২০ জুন। ★ ২০২০ সালে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ১২ জুন বর্ষা ঢোকে। ★২০২১ সালে উত্তরবঙ্গে ৬ জুন এবং দক্ষিণবঙ্গে ১১ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা প্রবেশের দিন ছিল। ★২০২২ সালে ৩ জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে আর দক্ষিণবঙ্গে প্রবেশ করে অনেক পরে ১৮ জুন। ★২০২৩ সালে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে ১২ জুন। আর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল ১৯ জুন। ২০২৪ সালে ৩১ মে, অর্থাৎ জুন মাসের আগেই বর্ষা প্রবেশ করে গেল উত্তরবঙ্গে। এখন দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসে সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Monsoon in Bengal: ১৫ বছর পর আবার মে মাসেই বাংলায় বর্ষা! তবে এই ঘটনা নজিরবিহীন নয়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল