TRENDING:

Modi Foreign Visit: এত দেশে সফর, নরেন্দ্র মোদির বিদেশ সফরের খরচ কত জানেন? সংসদে জানাল কেন্দ্রীয় সরকারই! অঙ্ক শুনে চোখ কপালে উঠবে

Last Updated:
Modi Foreign Visit: বৃহস্পতিবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের করা এক প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এই তথ্য জানিয়েছেন।
advertisement
1/6
এত দেশে সফর, নরেন্দ্র মোদির বিদেশ সফরের খরচ কত জানেন? সংসদে জানাল কেন্দ্রীয় সরকারই!
নরেন্দ্র মোদির বিদেশ সফরের খরচ নিয়ে সংসদে তথ্য জানাল কেন্দ্রীয় সরকার। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের মোট খরচ ২৯৫ কোটি টাকা। ২০২৫ সালে এখনও পর্যন্ত আমেরিকা ও ফ্রান্স সহ পাঁচটি দেশের সফরে খরচ হয়েছে ৬৭ কোটি টাকারও বেশি।
advertisement
2/6
বৃহস্পতিবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের করা এক প্রশ্নের উত্তরে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এই তথ্য জানিয়েছেন।
advertisement
3/6
দেশভিত্তিক এবং বছরভিত্তিক তথ্য অনুসারে, এর মধ্যে চলতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মরিশাস, সাইপ্রাস, কানাডা, ক্রোয়েশিয়া, ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া সফরের সংশ্লিষ্ট পরিসংখ্যান অবশ্য উল্লেখ করা নেই। এই প্রসঙ্গে বিদেশ প্রতিমন্ত্রী যে উত্তর দিয়েছেন তাতে 'মোট ব্যয়'-এর কলামে বলা হয়েছে -- "এই বিলগুলির মোট ব্যয় এখনও পাওয়া যায়নি।"
advertisement
4/6
কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রীর লিখিত উত্তর অনুসারে, এই সফরগুলির মধ্যে সবথেকে ব্যায়বহুল ছিল ফ্রান্স সফর। যাতে খরচ হয়েছিল ২৫ কোটি টাকারও বেশি। অন্যদিকে ২০২৩ সালের জুন মাসে প্রধানমন্ত্রীর আমেরিকা সফরে খরচ হয় ২২ কোটি টাকার বেশি।
advertisement
5/6
এর আগে ২০ মার্চ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ৩৮টি বিদেশ সফর করেছেন এবং সেই সফরের মোট খরচ ২৫৮ কোটি টাকা। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের করা প্রশ্নের উত্তরে একথা জানিয়েছিলেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা।
advertisement
6/6
এছাড়াও বিগত চার বছরের মোট পরিসংখ্যান অনুসারে -- রাশিয়া, ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল সহ ১৬টি দেশের সফরের জন্য ২০২৪ সালে খরচ হয়েছে প্রায় ১০৯ কোটি টাকা, ২০২৩ সালে প্রায় ৯৩ কোটি টাকা, ২০২২ সালে প্রায় ৫৫.৮২ কোটি টাকা এবং ২০২১ সালে প্রায় ৩৬ কোটি টাকা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Modi Foreign Visit: এত দেশে সফর, নরেন্দ্র মোদির বিদেশ সফরের খরচ কত জানেন? সংসদে জানাল কেন্দ্রীয় সরকারই! অঙ্ক শুনে চোখ কপালে উঠবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল