TRENDING:

Kolkata Metro: ক্ষুদিরাম মেট্রোর ক্রসওভার তৈরি হয়ে যাবে আগামী সপ্তাহেই, কবি সুভাষ চালু হতে আরও কত সময় লাগবে?

Last Updated:

শহিদ ক্ষুদিরামের স্টেশনের পর যে ক্রসওভার তৈরি করার কথা, তা আগামী সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। গোটা কাজে খরচ হবে প্রায় সাড়ে ৯ কোটি টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: শহিদ ক্ষুদিরামের স্টেশনের পর যে ক্রসওভার তৈরি করার কথা, তা আগামী সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। গোটা কাজে খরচ হবে প্রায় সাড়ে ৯ কোটি টাকা। এই ক্রসওভার তৈরি হয়ে গেলে অনেকটা সুবিধা হবে দক্ষিণে মেট্রো রেক ঘোরানোর। দ্রুত রেক ঘুরতে পারলে টালিগঞ্জমুখী মেট্রোর লেট হওয়া কমবে বলে আশাবাদী মেট্রো রেলের আধিকারিকরা। অন্যদিকে কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে যে সংস্থা কাজ করছিল তারা জানিয়েছে, কাজ দ্রুত শুরু করা যাবে।
ক্ষুদিরাম মেট্রোর ক্রসওভার তৈরি হয়ে যাবে আগামী সপ্তাহেই
ক্ষুদিরাম মেট্রোর ক্রসওভার তৈরি হয়ে যাবে আগামী সপ্তাহেই
advertisement

আরও পড়ুন– এবার বাজার ভরে যাবে ঠিকই, তবে এই কয়েক সমস্যা থাকলে খাওয়া দূর অস্ত, আতার দিকে তাকাবেনও না !

যে সমীক্ষক সংস্থা এই কাজ করছিল, তারা রিপোর্ট জমা দিয়েছে। গোটা স্টেশনটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। কিন্তু সেই কাজ কত তাড়াতাড়ি শেষ হবে? যাত্রীদের প্রশ্ন এটা নিয়ে বহুদিন ধরেই। কারণ, ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে শেষ স্টেশন হিসেবে এই মেট্রো স্টেশনটি গড়িয়ার বিস্তীর্ণ এলাকা সংযোগকারী। এখানে প্রচুর মানুষের যাতায়াত। স্টেশনটি বন্ধ হওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন।কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার শুধাংশু শেখর মিশ্র জানিয়েছেন, এই কাজ করতে সময় লাগবে। ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে তা শেষ হবে।

advertisement

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ১৩ – ১৯ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

গত ২৮ জুলাই কবি সুভাষ মেট্রো স্টেশনের একটি পিলারে ফাটল দেখা যায়। এই স্টেশনটি মাটির উপরে প্রায় ২১ টি পিলারের উপর তৈরি। একে একে চারটি পিলারে সেই ফাটল স্পষ্ট হয়। ফলে রাতারাতিই মেট্রো চলাচল বন্ধ করে তা মেরামতির কাজ শুরু হয়। মেট্রোর জেনারেল ম্যানেজার উল্লেখ করেন, এখনও ৬ থেকে ৭ মাস সময় লাগবে কাজ শেষ হতে। অর্থাৎ চলতি বছর কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে পরিষেবা মিলবে না, তা স্পষ্ট করে দিয়েছে তারা। মেট্রো স্টেশন চালু হতে হতে আগামী বছর হয়ে যাবে। মেট্রো সূত্রে খবর, তারা গুরুত্ব দিচ্ছে দ্রুত যেন ক্ষুদিরাম মেট্রো স্টেশনের পরেই ক্রসওভার তৈরি হয়ে যায়। তাহলে রেক ঘোরানোর ঝক্কি আপাতত মিটবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: ক্ষুদিরাম মেট্রোর ক্রসওভার তৈরি হয়ে যাবে আগামী সপ্তাহেই, কবি সুভাষ চালু হতে আরও কত সময় লাগবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল