Mamata Bandopadhyay: বাবুঘাটে গঙ্গা আরতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী, পুজো দিলেন গঙ্গা মন্দিরে
- Published by:Rukmini Mazumder
Last Updated:
advertisement
1/4

বৃহস্পতিবার বাবুঘাটে গঙ্গা আরতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন থেকে বাবুঘাটে শুরু হল গঙ্গা আরতি। তৈরি হয়েছে গঙ্গার মন্দির। সেই মন্দিরের উদ্বোধন-ও করেন মুখ্যমন্ত্রী, তিনিই প্রথম মন্দিরে পুজো দেন।
advertisement
2/4
বসেছে আরতি বন্দনার বোর্ড। আরতি করার জন্য বসানো হয়েছে ১১টি অস্থায়ী মঞ্চ। এখান থেকেই ২২ জন পুরোহিত গঙ্গা আরতি করবেন। শীতকালে সন্ধে ৬টা ও গরমকালে সন্ধে সাতটায় গঙ্গা আরতি হবে। তবে, দুর্গাপুজোর বিসর্জনের সময় এই গঙ্গা আরতি বন্ধ থাকবে।
advertisement
3/4
এই পাড়ে যখন পুরোহিতরা গঙ্গারতি করবেন, ওই পাড়ে হাওড়ার দিক থেকে চলবে শার্পি আলোর খেলা। ঘাটে বসে অপরূপ সেই দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
advertisement
4/4
সূত্রের খবর, মেয়র পারিষদ তারক সিংহের উদ্যোগেই আরতির এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। বুধবার গোটা বিষয়টি তদারকি করে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। এখন থেকে কলকাতা-হাওড়া, গঙ্গার দুই পাড়ের মানুষই রোজ সন্ধেয় গঙ্গা আরতি দেখতে পাবেন। কোনওরকম অঘটন রুখতে গঙ্গাঘাটে থাকছে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা-ও।