TRENDING:

Mamata Bandopadhyay: বাবুঘাটে গঙ্গা আরতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী, পুজো দিলেন গঙ্গা মন্দিরে

Last Updated:
advertisement
1/4
বাবুঘাটে গঙ্গা আরতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী, পুজো দিলেন গঙ্গা মন্দিরে
বৃহস্পতিবার বাবুঘাটে গঙ্গা আরতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন থেকে বাবুঘাটে শুরু হল গঙ্গা আরতি। তৈরি হয়েছে গঙ্গার মন্দির। সেই মন্দিরের উদ্বোধন-ও করেন মুখ্যমন্ত্রী, তিনিই প্রথম মন্দিরে পুজো দেন।
advertisement
2/4
বসেছে আরতি বন্দনার বোর্ড। আরতি করার জন্য বসানো হয়েছে ১১টি অস্থায়ী মঞ্চ। এখান থেকেই ২২ জন পুরোহিত গঙ্গা আরতি করবেন। শীতকালে সন্ধে ৬টা ও গরমকালে সন্ধে সাতটায় গঙ্গা আরতি হবে। তবে, দুর্গাপুজোর বিসর্জনের সময় এই গঙ্গা আরতি বন্ধ থাকবে।
advertisement
3/4
এই পাড়ে যখন পুরোহিতরা গঙ্গারতি করবেন, ওই পাড়ে হাওড়ার দিক থেকে চলবে শার্পি আলোর খেলা। ঘাটে বসে অপরূপ সেই দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
advertisement
4/4
সূত্রের খবর, মেয়র পারিষদ তারক সিংহের উদ্যোগেই আরতির এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। বুধবার গোটা বিষয়টি তদারকি করে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। এখন থেকে কলকাতা-হাওড়া, গঙ্গার দুই পাড়ের মানুষই রোজ সন্ধেয় গঙ্গা আরতি দেখতে পাবেন। কোনওরকম অঘটন রুখতে গঙ্গাঘাটে থাকছে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা-ও।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Mamata Bandopadhyay: বাবুঘাটে গঙ্গা আরতির সূচনা করলেন মুখ্যমন্ত্রী, পুজো দিলেন গঙ্গা মন্দিরে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল