Kolkata Metro during Durga Puja: পঞ্চমী থেকে দশমী- পুজোয় কখন থেকে কখন চলবে মেট্রো? দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম মেট্রোর সূচি জেনে নিন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro during Durga Puja: পুজোর সময়ে কখন থেকে কখন চলবে কলকাতা মেট্রো, জানিয়ে দিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত, কলকাতা মেট্রোর সময়সীমা দেখে নিন।
advertisement
1/6

পুজোর সময়ে কখন থেকে কখন চলবে কলকাতা মেট্রো, জানিয়ে দিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত, কলকাতা মেট্রোর সময়সীমা দেখে নিন।
advertisement
2/6
ব্ল লাইনপঞ্চমী (২৭.০৯.২০২৫)পঞ্চমী (শনিবার) অর্থাৎ ২৭.০৯.২০২৫ তারিখে ব্লু লাইনে মোট ২৬২টি পরিষেবা (১৩১টি উপরে এবং ১৩১টি ডিএন) সকাল ৮:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত পরিচালিত হবে। পিক আওয়ার ফ্রিকোয়েন্সি ৬ থেকে ৭ মিনিট পর্যন্ত লক্ষ্য করা হয়েছে।প্রথম পরিষেবা:-শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৮:০০ টায়মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৮:০০ টায়দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৮:০০ টায়নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সকাল ৮:০০ টায়শেষ পরিষেবা:-২২:৪৭ টায়। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরে22:48 টায়। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম23:00 টায়। শহীদ ক্ষুদিরাম থেকে দম দম পর্যন্ত
advertisement
3/6
ষষ্ঠী (28.09.2025)ষষ্ঠীতে (রবিবার) অর্থাৎ 28.09.2025 তারিখে, 09:00 টা থেকে 246টি পরিষেবা (123 UP এবং 123 DN) উপলব্ধ থাকবে৷ 23:00 ঘন্টা পর্যন্ত। পিক আওয়ার ফ্রিকোয়েন্সি 6 থেকে 7 মিনিটের মধ্যে লক্ষ্য করা হয়েছে।প্রথম সেবা:-09:00 টায়। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরে09:00 টায়। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর09:00 টায়। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম09:00 টায়। নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামশেষ পরিষেবা:-22:48 টায়। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম22:51 টায়। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরে23:00 টায়। শহীদ ক্ষুদিরাম থেকে দম দম পর্যন্ত
advertisement
4/6
সপ্তমী, অষ্টমী এবং নবমী (29.09.2025, 30.09.2025 এবং 01.10.2025)সপ্তমী, অষ্টমী এবং নবমীতে (সোমবার, মঙ্গলবার এবং বুধবার) অর্থাৎ 29.09.2025,30.09.2025 এবং 01.10.2025 যথাক্রমে, 13:00 ঘন্টা থেকে 246টি পরিষেবা (123 UP এবং 123 DN) উপলব্ধ থাকবে৷ 04:00 ঘন্টা পর্যন্ত। পরের দিন সকালের। এই দিনগুলিতে পিক আওয়ার ফ্রিকোয়েন্সি 6 থেকে 7 মিনিটের মধ্যে লক্ষ্য করা হয়।
advertisement
5/6
সপ্তমী, অষ্টমী এবং নবমীপ্রথম সেবা:-13:00 টায়। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরে13:00 টায়। গীতাঞ্জলি থেকে দক্ষিণেশ্বর13:00 টায়। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর13:00 টায়। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম13:00 টায়। দম দম থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত13:00 টায়। শ্যামবাজার থেকে শহীদ ক্ষুদিরাম13:02 টায় নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামশেষ পরিষেবা:-03:47 টায় শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরে03:48 টায় দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম04:00 টায় শহীদ ক্ষুদিরাম থেকে দমদম
advertisement
6/6
দশমী (০২.১০.২০২৫)দশমীতে (বৃহস্পতিবার) অর্থাৎ ০২.১০.২০২৫ তারিখে, মোট ১৩২টি পরিষেবা (৬৬টি উত্তর-পশ্চিম এবং ৬৬টি উত্তর-পশ্চিম) দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালিত হবে, যার সর্বোচ্চ সময় ৮ মিনিট।প্রথম পরিষেবা:-দুপুর ১টায় শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরদুপুর ১টায় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরদুপুর ১টায় দমদম থেকে শহীদ ক্ষুদিরামদুপুর ১টায় দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামদুপুর ১টায় নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামশেষ পরিষেবা:-দুপুর ১টায় ২১:৪৮ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম২১:৫০ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর২২:০০ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দমদম