'পরিযায়ী শ্রমিকদের বলুন কাজ দেব...', কর্মশ্রী প্রকল্প নিয়ে 'নতুন' ঘোষণা মমতার, দিলেন বড় 'অফার'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
Karmashree Govt Scheme: ২০২৪–এর লোকসভা নির্বাচনের আগে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছিল রাজ্য। রাজ্যের আরও বেশি বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের লক্ষ্য়েই এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
1/11

২০২৪–এর লোকসভা নির্বাচনের আগে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছিল রাজ্য। রাজ্যের আরও বেশি বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের লক্ষ্য়েই এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
2/11
গত বছর রাজ্য বাজেটেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন পশ্চিমবঙ্গ সরকারের ‘কর্মশ্রী প্রকল্প’। কেন্দ্রের ১০০ দিনের কাজের পালটা হিসাবে এই কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
advertisement
3/11
মঙ্গলবার বীরভূমের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এবার এই কর্মশ্রী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, "আমরা কর্মশ্রী প্রকল্পে গতবারে ৫৮ দিনের কাজ দিয়েছি, এবছরও হবে।"
advertisement
4/11
পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বলেন, "পরিযায়ী শ্রমিকদের বলুন বাংলায় ফিরে আসতে, এখানে কাজের সমস্যা নেই। আসার ভাড়া আমরা দেব। কর্মশ্রী প্রকল্পে কাজ দেব। ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব।"
advertisement
5/11
প্রসঙ্গত বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা ও নিশানা করার অভিযোগ উঠছে বার বার। এই নিয়ে ফুঁসে উঠেছেন মমতা। এবার পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের এই প্রকল্পে বড় সুবিধা দেওয়ার কথা বলে দিলেন মমতা। রাজ্যেই কর্মশ্রী প্রকল্পের আওতায় কাজ দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ।
advertisement
6/11
উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে এই প্রকল্পর কাজ রাজ্যে শুরু হয়েছে। ঘোষিত এই প্রকল্পে বছরে ৫০ দিন কাজের নিশ্চয়তা থাকবে বলেই সরকারি সূত্রে দাবি। এই প্রকল্পের জন্য একটাই শর্ত আছে। সেটা হল এই প্রকল্পে কাজ পেতে হলে থাকতেই হবে 'জব কার্ড'।
advertisement
7/11
এই প্রকল্পের অধীনে এবার নতুন কর্মসংস্থানের সুযোগ পেতে চলেছেন কাজের সন্ধানে রাজ্যের বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা, এমনটাই প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গ সরকারের তরফে। জানুন এই বিশেষ জব কার্ড পেতে কী ভাবে করবেন আবেদন?
advertisement
8/11
আবেদনের শর্তকর্মশ্রী প্রকল্পে কাজ পাওয়ার জন্য আপনাকে আগে আবেদন করতে হবে। এই প্রকল্পে (Karmashree Scheme) এক বছরে নুন্যতম ৫০ দিনের কাজ দেওয়া হবে আবেদনকারীকে। কিন্তু এর জন্য জব কার্ড থাকতে হবে। তাঁদের রাজ্যের স্থায়ী বাসিন্দাও হতে হবে। একমাত্র তবেই এই প্রকল্পে কাজ পাওয়া যাবে।
advertisement
9/11
অর্থাৎ, যাদের জব কার্ডে নাম আছে তারাই একমাত্র এই প্রকল্পের আওতায় আসবেন এবং তাঁরাই প্রকল্পের সুবিধা বা কাজ চেয়ে আবেদন করতে পারবেন।
advertisement
10/11
উদ্দেশ্য কী? এই প্রকল্পর উদ্দেশ্য হল শ্রমিক শ্রেণির মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন রকম সরকারি কাজ ত্বরান্বিত করা এবং বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকমের Skill Based প্রশিক্ষণ প্রদান করা এই প্রকল্পে।
advertisement
11/11
বিভিন্ন কর্মতীর্থতেও বিনামূল্যে দোকান দেওয়া হবে কর্মশ্রী প্রকল্পের আওতায়। এতে রাজ্যের কর্মদিবসও বাড়বে বলে দাবি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।