ঘটনাস্থল থেকে তিন ছাত্রকে আটক করেছে আরপিএফ৷ যদিও হামলাকারী ছাত্র এখনও পলাতক বলেই খবর৷
জানা গিয়েছে, এ দিন দুপুর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের বাইরে স্কুল পড়ুয়া দুই ছাত্রের মধ্যে বচসা বাধে৷ এর পরই এক ছাত্র ছুরি নিয়ে আর এক ছাত্রকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে৷ রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ মৃত ছাত্র বরানগরের এস পি ব্যানার্জী রোডের বাসিন্দা৷
advertisement
জানা গিয়েছে, কাউন্টার থেকে টিকিট কেটে মেট্রো স্টেশনের প্রবেশ করতে হয় যাত্রীদের৷ কিন্তু ওই দুই ছাত্রের মারামারি হয় টিকিট কাউন্টারের সামনে৷ ফলে ওই ছাত্রদের ব্যাগ পরীক্ষা করার সুযোগ পাননি নিরাপত্তারক্ষীরা৷
ঘটনার সময় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্টেশন মাস্টার ছিলেন না৷ ঘটনার খবর পেয়েই মেট্রো ভবন থেকে স্টেশন মাস্টার, আরপিএফের অ্যাডিশনাল সিকিউরিটি কমিশনার স্টেশনে যাচ্ছেন৷ খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজ৷