TRENDING:

Dakshineswar Metro Station Attack Update: বাগবাজার হাইস্কুলের ছাত্রকে পর পর কোপ সহপাঠীর! দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কী ঘটল?

Last Updated:

আহত ছাত্রকে উদ্ধার করে প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুপুর আড়াইটে৷ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সপ্তাহের অন্যান্য দিনের মতোই যাত্রীদের ভিড় এবং ব্যস্ততা৷ আচমকাই স্টেশনের টিকিট কাউন্টারের সামনে স্কুল পড়ুয়া দুই ছাত্রের মধ্যে শুরু হল বচসা৷ কয়েক মুহূর্তের মধ্যেই পকেট থেকে ধারালো অস্ত্র বের করে এক ছাত্রকে কোপাতে শুরু করল তারই এক সহপাঠী৷
মৃত মনোজিৎ যাদব৷
মৃত মনোজিৎ যাদব৷
advertisement

এই ঘটনায় রীতিমতো শিউরে ওঠেন স্টেশন চত্বরে থাকা যাত্রীরা৷ ছুটে আসেন স্টেশনে থাকা কর্তব্যরত আরপিএফ-এর জওয়ানরা৷ আহত ছাত্রকে উদ্ধার করে প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷ মাঝপথে ওই ছাত্র অসুস্থ বোধ করে ওই ছাত্র৷ তখন তাকে বরানগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

advertisement

জানা গিয়েছে, মৃত ওই ছাত্রের নাম মনোজিৎ যাদব (১৭) সে বাগবাজার হাইস্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া৷ বরানগরের এস পি ব্যানার্জী রোডের বাসিন্দা ছিল মনোজিৎ৷

আরপিএফ সূত্রে খবর, এ দিন বেলা আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে একসঙ্গে বাইরে আসে মনোজিৎ সহ সাতজন স্কুল ছাত্র৷ স্টেশন থেকে বেরনোর সময়ই এক সহপাঠীর সঙ্গে বচসা শুরু হয় মনোজের৷ আচমকাই পকেট থেকে ধারালো অস্ত্র বের করে মনোজিতের ঘাড়ে, পিঠে কোপাতে শুরু করে অভিযুক্ত৷ মনোজিতের তিন সহপাঠীই এবং আরপিএফ-এর পক্ষ থেকে দ্রুত আহত ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ যদিও অভিযুক্ত ছাত্র ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ অস্ত্র নিয়ে কীভাবে ওই ছাত্র মেট্রো সফর করল, তা নিয়েও প্রশ্ন উঠছে৷

advertisement

সহ প্রতিবেদন- সুবীর দে

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dakshineswar Metro Station Attack Update: বাগবাজার হাইস্কুলের ছাত্রকে পর পর কোপ সহপাঠীর! দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে কী ঘটল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল