রাজ্যের ব্যবসায়ীদের এবার সাহায্য করবে অনলাইন শপিং সংস্থা Amazon
Last Updated:
রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে প্রতিযেোগিতার সুযোগ দিতে চাইছে রাজ্য সরকার। আর এই লক্ষ্যে রাজ্যের ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছে আমাজন ইন্ডিয়া।
advertisement
1/5

রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে প্রতিযেোগিতার সুযোগ দিতে চাইছে রাজ্য সরকার। আর এই লক্ষ্যে রাজ্যের ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছে আমাজন ইন্ডিয়া। প্রাথমিকভাবে প্রায় ৬ লক্ষ ব্যবসায়ীকে বিপণন ও প্রযুক্তিগত সুবিধা দেবে দুনিয়ার সবচেয়ে বড় অনলাইন সংস্থা।
advertisement
2/5
আমাজন ওয়েব সার্ভিসের মাধ্যমে এবার নিজেদের পণ্য সরাসরি আন্তর্জাতিক বাজারে বিক্রির সুবিধা। রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এই সুযোগ। আমাজন ওয়েব সার্ভিসের মাধ্যমে এই সুযোগ পাবেন ব্যবসায়ীরা। (Photo collected)
advertisement
3/5
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিপণন সংস্থা আমাজন। ৮০টিরও বেশি দেশে ওয়েব সার্ভিস পরিষেবা দেয় সংস্থা। এখানে সরাসরি পণ্য বিক্রির জন্য নথিভুক্ত হতে পারেন ব্যবসায়ীরা ৷ বেশ কিছু পণ্যে পেটেন্টের ব্যবস্থা করে সংস্থা ৷ ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয় ৷ কয়েক কোটি ক্রেতার কাছে সরাসরি পৌঁছনোর সুবিধা পান ব্যবসায়ীরা ৷
advertisement
4/5
রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্যও যাতে আমাজন এই পরিষেবা দেয়, সেজন্য উদ্যোগ নিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের অনুরোধ রেখেই প্রায় ৬ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীকে নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেবে আমাজন। স্টার্ট আপগুলিকে আলাদা প্রশিক্ষণ দেওয়া হবে ৷(Photo collected)
advertisement
5/5
গোটা দেশে চাকরির খরা। যেটুকু সুযোগ তৈরি হচ্ছে, তা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। আর এই ক্ষেত্রে বৃদ্ধির হারে দেশের মধ্যে প্রথম সারিতে পশ্চিমবঙ্গ। আমাজনের মতো সংস্থা যুক্ত হওয়ায় কয়েক লক্ষ ব্যবসায়ীদের সামনে এবার নতুন সুযোগ।