TRENDING:

Indian Railways: শিয়ালদহ স্টেশনে কাজ শুরু, লক্ষ-লক্ষ যাত্রীর মাথায় হাত, কোন কোন ট্রেনের রুট বদল, বাতিল বহু

Last Updated:
Indian Railways: একনজরে দেখে নিন কোন কোন ট্রেন কোথায় কোথায় যাবে? 
advertisement
1/12
শিয়ালদহ স্টেশনে কাজ, লক্ষ-লক্ষ যাত্রীর মাথায় হাত,বহু ট্রেনের রুট বদল, বাতিল বহু
: শিয়ালদহ রেল স্টেশনের 1-5 নং প্লাটফর্ম 12 কোচের ট্রেন চলাচল শুরু হবে, NI work কাজের জন্য  ৬ জুন রাত ১২ টা থেকে রবিবার দুপুর ২ টো পর্যন্ত শিয়ালদহ ডিভিশন এর ১৩৭ টি লোকাল ট্রেন বন্ধ থাকবে।শিয়ালদহ মেন, নর্থ এবং ডানকুনি লাইনের লোকাল ট্রেন সমুহ যেগুলি বন্ধ থাকবে:- নর্থ এর (শিয়ালদহ - বনগাঁ, ঠাকুরনগর, গোবরডাঙা, হাবড়া, দত্তপুকুর, বারাসাত এবং মধ্যমগ্রাম) লোকাল ট্রেনগুলো দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত গিয়ে আবার আপ এ ফিরে আসবে।
advertisement
2/12
মেন শাখা (শিয়ালদহ - ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী সীমান্ত, রানাঘাট, শান্তিপুর, গেদে, কৃষ্ণনগর, বর্ধমান, কাটোয়া) এবং ডানকুনি শাখার (শিয়ালদহ - ডানকুনি এবং বারুইপাড়া) ট্রেনগুলো  দমদম পর্যন্ত গিয়ে আবার আপ এ ফিরে আসবে।
advertisement
3/12
সমস্ত এক্সপ্রেস ট্রেনের টার্মিনাল হবে কলকাতা স্টেশন। ছাড়াও হবে সব কলকাতা স্টেশন থেকে।  লালগোলা প্যাসেঞ্জার এর টার্মিনাল হবে কলকাতা স্টেশন এবং লালগোলা মেমুর টার্মিনাল হবে দমদম জংশন।  শুধুমাত্র রানাঘাট - লালগোলা লোকাল তার সঠিক গন্তব্যের পথে চলতে থাকবে।
advertisement
4/12
বারাসাত থেকে যে সব ট্রেন বাতিল থাকছেআপ: 33651, 33613, 33823ডাউন: 33822, 33896, 33628, 33854, 33686, 33856দমদম ক্যান্টনমেন্ট আপ: 33813, 33817, 33653, 33515, 33615, 33617, 33521, 33827, 33659, 33525, 33895, 33841, 33843, 33847, 33621, 33851, 33685, 33445
advertisement
5/12
ডাউন: 33814, 33612, 33818, 33616, 33618, 33620, 33682, 33524, 33660, 33530, 33844, 33846, 33626, 33850, 33664, 33538দমদম জংশন
advertisement
6/12
আপ: 32213, 31613, 32215, 33513, 32219, 31515, 31819, 33517, 31517, 33433, 32227, 31519, 32231, 31621, 33657, 33523, 31917, 33831, 31523, 31427, 32411, 32237, 31237, 31833, 31431, 31529, 31433, 31835, 32243, 31533, 32245, 31841, 31927, 31843, 31929, 32249, 31447
advertisement
7/12
ডাউন: 31412, 33512, 33432, 32214, 31514, 31914, 31516, 32220, 31616, 31916, 33654, 31520, 33828, 33436, 33622, 31522, 32232, 31242, 33656, 31430, 33438, 33528, 32412, 32238, 31152, 33662, 31924, 31112, 32246, 31534, 31240, 31634, 31926, 32250, 31528
advertisement
8/12
কল্যাণী থেকে যে সব ট্রেন বাতিল থাকবেআপ: 31191, 31311, 31313, 31315, 31317, 31319, 31323, 31325, 31329, 31331, 31333, 31335, 31337, 31339, 31341ডাউন: 31312, 31314, 31316, 31318, 31320, 31322, 31324, 31328, 31330, 31331, 31334, 31336, 31338, 31192
advertisement
9/12
টালা আপ: 33819, 33839, 33347ডাউন: 33514, 33658 শিয়ালদহের পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে এবং যাত্রা শেষ করবে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। স্টেশন বদলে গেলেও প্রতিটি ট্রেনের ছাড়ার সময় একই থাকছে। এই ট্রেনগুলির  মধ্যে রয়েছে,
advertisement
10/12
০৭.০৬.২৪১২৯৮৭/১২৯৮৮ শিয়ালদা-আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস১৩১৪৯/১৩১৫০ শিয়ালদা-আলিপুরদুয়ার জং-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস০৮.০৬.২৪ ১২৩৮৩/১২৩৮৪ শিয়ালদা-আসানসোল- শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস১২৯৮৭/১২৯৮৮
advertisement
11/12
শিয়ালদা-আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস১৩১৬৩/১৩১৭০ শিয়ালদা-সাহর্সা-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস১৩১৪৭/১৩১৪৮ শিয়ালদা-বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস০৯.০৬.২৪১২৯৮৭/১২৯৮৮ শিয়ালদা-আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস১৩১৬৩/১৩১৭০ শিয়ালদা-সাহর্সা-শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস১৩১৪৭/১৩১৪৮ শিয়ালদা-বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস
advertisement
12/12
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, "শিয়ালদার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ১২ কোচের ট্রেন চালাতে শুরু করব খুব তাড়াতাড়ি। ৬ তারিখ মধ্যরাত থেকে ৯ তারিখ দুপুর ২টো পর্যন্ত অফিস টাইম বাদ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছি। কিছু ট্রেনকে শিয়ালদায় নিতে পারছি না। এই সময়ে কিছু ট্রেন বারাসাত, দমদম, দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রাপথ সংক্ষিপ্ত হবে। ৪০০-র উপর বেশি কর্মী এই কাজ করবে। জুন মাসের শুরুতে বা জুলাই মাসে এই পরিষেবা পৌঁছে দিতে পারি সেই আশা রাখছি।'' Input- Abir Ghosal and Rounak Datta Chowdhary
বাংলা খবর/ছবি/কলকাতা/
Indian Railways: শিয়ালদহ স্টেশনে কাজ শুরু, লক্ষ-লক্ষ যাত্রীর মাথায় হাত, কোন কোন ট্রেনের রুট বদল, বাতিল বহু
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল