TRENDING:

Rail: শিয়ালদহের বহু শাখায় রেলের এই কাজ প্রায় 'মাস্ট'! কিন্তু আসছে বাধার পর বাধা, বড় বিপদ আসন্ন? জানুন রেলের কী মত...

Last Updated:
Indian Rail : ১৬০ কিলোমিটার গতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চলছে ৫১। ১৬ বগির সতেরোটি ও আট বগির চৌত্রিশটি বন্দে ভারত চলছে। হাওড়া থেকে এনজেপি, পুরী, পাটনা ও রাঁচি পর্যন্ত এখন চলছে বন্দেভারত এক্সপ্রেস।
advertisement
1/8
শিয়ালদহের বহু শাখায় রেলের এই কাজ প্রায় মাস্ট! আসছে বাধার পর বাধা, বড় বিপদ আসন্ন?
*১৬০ কিলোমিটার গতির ট্রেন চলছে দেশের অধিকাংশ জায়গায়। ফলে সুরক্ষার খামতি রাখা চলবে না। দেশজুড়ে লাইনের পাশে বসানো হচ্ছে স্টিলের ‘সেফটি ফেন্সিং’। একেবারে ডব্লু বিম মেটাল টাইপের ফেন্সিং লাগানোর কাজ চলছে। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে এই কাজ চলছে। হাওড়া ডিভিশনে বন্দে ভারত এক্সপ্রেসের জন্য ইতিমধ্যে হাওড়া থেকে খানার মধ্যে এ ধরনের সেফটি ফেন্সিং বসানোর কাজ প্রায় শেষ। হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার জানিয়েছেন, এখন ট্রেনের গতি বাড়ছে। এবার ১৩০ কিলোমিটার গতির লাইনগুলোতেও এই ধরণের ফেন্সিং বসানো হবে। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*সাঁইথিয়া-রামপুরহাট-গুমানি পর্যন্ত এই ধরণের ফেন্সিং বসানোর কাজ শুরু করা হয়েছে। যদিও শিয়ালদহ ডিভিশনের বেশ কিছু জায়গায় কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রেলকে। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*শান্তিপুর-কৃষ্ণনগরের মাঝে এই কাজ করতে গিয়ে বিপত্তি। সাধারণ মানুষ বারবার কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সর্বোচ্চ গতির ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস। তার গতি ছিল ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*১৬০ কিলোমিটার গতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস চলছে ৫১। ১৬ বগির সতেরোটি ও আট বগির চৌত্রিশটি বন্দে ভারত চলছে। হাওড়া থেকে এনজেপি, পুরী, পাটনা ও রাঁচি পর্যন্ত এখন চলছে বন্দেভারত এক্সপ্রেস। ফলে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া-রামপুরহাট, হাওড়া-খড়গপুর প্রভৃতি শাখা। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*শিয়ালদহ কৃষ্ণনগর শাখাতেও গতি বেড়েছে। এই ফেন্সিং মূলত গবাদি পশুর নিরাপত্তার জন্য। হঠাৎ লাইনে এই গরু, মোষ চলে এলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ফলে পশুর মৃত্যু যেমন হয়। তেমনই ক্ষতিগ্রস্ত হয় ট্রেনও। এর পর ট্রেন আটকে পড়ায় গন্তব্যে সময়ে পৌঁছতে পারে না। এছাড়া অনেকেই লাইনে উঠে আসেন। ঝুঁকির যাতায়াতে বাড়ে দুর্ঘটনা। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*এই বিষয়গুলি এড়াতেই এখন সেফটি ফেন্সিং অত্যন্ত জরুরি। পশুদের নিরাপত্তায় এখন দেশের প্রায় ২০ শতাংশ রেল লাইন ধারে এমন ফেন্সিং দেওয়া হয়েছে, যা প্রায় চার হাজার কিলোমিটারের মতো বলে জানা গিয়েছে। আগে লাইনের ধারে আড়াআড়ি পিলারে লাগানো হত। এরপর তা রক্ষণাবেক্ষণে অসুবিধার কারণে পর পর লোহার চওড়া প্লেট বসিয়ে ফেন্সিং করা হত। এখন তারও পরিবর্তন করা হয়েছে ডব্লু বিম মেটাল টাইপ ফেন্সিং দেওয়া হচ্ছে। মূলত খরচ কম ও মজবুত। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*এই ফেন্সিং এমনভাবে দেওয়া হয়, যাতে লাইনের উপর গরু, মোষ চলে না আসতে পারে। তবে তার উপর নিচ দিয়ে প্রয়োজনে মানুষজন বেরিয়ে যেতে পারবে। ফলে বিপজ্জনক কোনও কিছু এড়ানোও সম্ভব হবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Rail: শিয়ালদহের বহু শাখায় রেলের এই কাজ প্রায় 'মাস্ট'! কিন্তু আসছে বাধার পর বাধা, বড় বিপদ আসন্ন? জানুন রেলের কী মত...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল