Dekho Apna Desh: পুণ্যার্থীদের জন্য সুবর্ণসুযোগ! একই ট্রেনে উত্তর ভারতের তীর্থস্থান ভ্রমণের ব্যবস্থা! জানুন বিশদে
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
IRCTC Dekho Apna Desh Scheme: এই ট্রেনে হরিদ্বার, ঋষিকেশ, বৈষ্ণোদেবী মন্দির, স্বর্ণ মন্দির, ওয়াঘা সীমান্ত, তাজমহল, মথুরা, বৃন্দাবন ও অযোধ্যা দেখতে পাবেন তীর্থযাত্রীরা
advertisement
1/6

তীর্থযাত্রীদের জন্য আবারও স্পেশাল ট্রেনে ভ্রমণের সুযোগ। উত্তর ভারতের জন্য স্পেশাল ট্রেন ছাড়ছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসি। "দেখো আপনে দেশ" ও "এক ভারত, শ্রেষ্ঠ ভারত" কর্মসূচির অঙ্গ হিসেবে এই ট্রেন যাতায়াত করবে। (প্রতিবেদন : রাকেশ মাইতি)
advertisement
2/6
তীর্থযাত্রীদের নিয়ে এই ট্রেনটি যাত্রা করবে। এই ট্রেনে হরিদ্বার, ঋষিকেশ, বৈষ্ণোদেবী মন্দির, স্বর্ণ মন্দির, ওয়াঘা সীমান্ত, তাজমহল, মথুরা, বৃন্দাবন ও অযোধ্যা দেখতে পাবেন তীর্থযাত্রীরা। ট্রেনে তীর্থযাত্রীদের এই প্যাকেজে থাকছে দশ রাত্রি ও এগারো দিনের প্যাকেজ। আগামী ১১ অগাস্ট কলকাতা স্টেশন থেকে ছাড়বে। উল্লেখ্য স্থান ঘুরে ২১ অগাস্ট ফিরবে কলকাতায়।
advertisement
3/6
হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান আইআরসিটিসির ট্যুরিজম বিভাগের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার আনোয়ারুল করিম। আইআরসিটিসির তরফে আরও জানানো হয়, যাত্রীদের জন্য এই ট্রেনটিতে তিনটি শ্রেণী থাকবে।
advertisement
4/6
এগুলি হল ইকোনমিক ক্লাস, বাতানুকূল সুবিধাযুক্ত স্ট্যান্ডার্ড ও কমফোর্ট শ্রেণী। ইকোনমিক ক্লাসের জন্য ভাড়া ১৭,৭০০ টাকা। বাতানুকূল সুবিধাযুক্ত স্ট্যান্ডার্ডে জন্য ২৭,৪০০ টাকা। ও কমফর্ট শ্রেণীর জন্য ৩০,৩০০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে।
advertisement
5/6
কলকাতা স্টেশন থেকে ট্রেনটি রওনা হয়ে আন্দুল, মেচেদা, খড়্গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রাঁচি, বোকারো স্টিল সিটি, ধানবাদ, হাজারিবাগ রোড, কোডার্মা, গয়া, সাসারাম ও দীনদয়াল উপাধ্যায় স্টেশনে দাঁড়াবে ট্রেনটি।
advertisement
6/6
এই ট্রেনটিতে তীর্থযাত্রী ছাড়া অন্য কেউ উঠতে পারবেন না বলে জানানো হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসির তরফ থেকে।