IMD Rain Alert| Latest Weather Forecast|| দুপুরের পরেই আবহাওয়া বদল! কোথাও বৃষ্টি, কোথাও বাড়বে গরম, রইল বাংলার আবহাওয়ার পূর্বাভাস
- Published by:Shubhagata Dey
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
IMD Latest Weather Alert : উত্তরবঙ্গের দার্জিলিঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে।
advertisement
1/14

*দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে সকালে কুয়াশা। দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। শনি রবিবারের মধ্যে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা। রাতের তাপমাত্রা একই রকম থাকলেও বাড়বে দিনের তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। প্রতিবেদনঃ বিশ্বজিৎ সাহা। ফাইল ছবি।
advertisement
2/14
*বাড়ছে তাপমাত্রা, জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি-সহ বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। ফাইল ছবি।
advertisement
3/14
*বাড়বে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতার তাপমাত্রা। জেলায় জেলায় হাওয়ার বদল হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন। ফাইল ছবি।
advertisement
4/14
*আজ উত্তরবঙ্গের দার্জিলিঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। ফাইল ছবি।
advertisement
5/14
*উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে পরিষ্কার আকাশের সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
6/14
*কলকাতায় সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পূবালী হাওয়ার জলীয় বাষ্প ঢোকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। জলীয়বাষ্পের জন্যই কুয়াশা থাকবে। দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। ফাইল ছবি।
advertisement
7/14
*আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকাল এই তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। ফাইল ছবি।
advertisement
8/14
*গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২-৮৮ শতাংশ। ফাইল ছবি।
advertisement
9/14
*আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৩-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফাইল ছবি।
advertisement
10/14
*নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার ২৪ ফেব্রুয়ারি। দক্ষিণ-পশ্চিম রাজস্থান, পশ্চিম মধ্য প্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত অসম সংলগ্ন এলাকায় রয়েছে। ফাইল ছবি।
advertisement
11/14
*পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীর ভ্যালি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পঞ্জাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, চন্ডিগড় ও হরিয়ানায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
12/14
*দেশে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। রাতের তাপমাত্রা বেশিরভাগ এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। ফাইল ছবি।
advertisement
13/14
*উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমবে এবং পরবর্তী দিনগুলিতে ক্রমশ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফাইল ছবি।
advertisement
14/14
*পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৫ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে। মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী ৩ দিনে ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী ৩ দিনে ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ফাইল ছবি।