Government Holiday: গরমের ছুটি স্কুলে স্কুলে! মে মাসে আরও ছুটি? পরপর ৪দিন বন্ধ সরকারি অফিসও! কবে কবে ছুটি? দেখুন তালিকা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Government Holiday: জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চের পর মে মাসেও আপনি প্ল্যান করে নিতে পারেন বেড়ানোর ছোট্ট ট্রিপ। কারণ এই মে মাসেও ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলি বন্ধ থাকবে।
advertisement
1/6

সরকারি কর্মচারীদের জন‍্য মার্চ-এপ্রিলের পর মে মাসেও দুটো ছুটি আছে। ইতিমধ‍্যে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি পড়ে গিয়েছে। তবে, অফিসের কর্মচারীদের জন‍্য সুখবর।
advertisement
2/6
জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চের পর মে মাসেও আপনি প্ল্যান করে নিতে পারেন বেড়ানোর ছোট্ট ট্রিপ। কারণ এই মে মাসেও ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিসগুলি বন্ধ থাকবে।
advertisement
3/6
২০২৫ সালের মে মাসের প্রথম ছুটির দিন ছিল ৯ মে। ৯ মে রবীন্দ্রজয়ন্তী। তারপর ১২ মে বুদ্ধ পূর্নিমার ছুটি।
advertisement
4/6
৯মে রবীন্দ্রজয়ন্তী পড়েছে শুক্রবার। তারপর ১২ মে বুদ্ধ পূর্নিমার ছুটি পড়েছে সোমবার। তাই একটা টানা ছুটি থাকবে।
advertisement
5/6
কারণ ১০, ১১ শনিবার, রবিবার। তাই এই ৪ দিন টানা ছুটিতে পরিবার বা বন্ধুবন্ধব নিয়ে ঘুরে আসতে পারেন।
advertisement
6/6
বোর্ড, কর্পোরেশন, পুরসভা-সহ সমস্ত সরকারি ও সরকার পোষিত অফিস, স্কুল, কলেজ কাছারি বন্ধ থাকবে এ দিন।