বিকেলে কলকাতা-সহ রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা, একাধিক জায়গায় হতে পারে শিলা বৃষ্টিও
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। রবিবার থেকে পরিষ্কার আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহেই নামবে পারদ।
advertisement
1/6

বৃহস্পতিবার থেকেই আকাশ মেঘলা থাকবে। বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ রাজ্যজুড়ে। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। রবিবার থেকে পরিষ্কার আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহেই নামবে পারদ।
advertisement
2/6
আকাশ মেঘলা হতেই রাতের তাপমাত্রা একলাফে ৩ ডিগ্রি বেড়ে গিয়েছে । কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি ওপরে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস । বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টি । উত্তর-পশ্চিমের শীতল হওয়ার সঙ্গে সাগর থেকে আসা পূবালী জলীয় বাষ্প সহ গরম হাওয়ার সংঘাতে এই বৃষ্টি।
advertisement
3/6
বৃহস্পতিবার সন্ধে থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে হালকা বৃষ্টি।
advertisement
4/6
শুক্রবারও মেঘলা আকাশ থাকবে । কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সারাদিনই কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বেশ কয়েকটি এলাকায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস । সিকিম ও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের পূর্বাভাস।
advertisement
5/6
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের শনিবার দুপুরের পরই আবহাওয়ার পরিবর্তন। রবিবার থেকে পরিষ্কার আকাশ । নামবে পারদ। আগামী সপ্তাহে ফের জাঁকিয়ে শীতের আরও একটা স্পেল হওয়ার সম্ভাবনা।
advertisement
6/6
এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস । গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৪৭ থেকে ৯৫ শতাংশ।