TRENDING:

Dilip Ghosh News: দিলীপ ঘোষ কি তাহলে বিজেপি ছেড়ে দিচ্ছেন? শেষমেশ পুরোটাই স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য! ১৮ জুলাই বঙ্গ বিজেপিতে বড় চমক?

Last Updated:
Dilip Ghosh News: দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশসহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন দিলীপ ঘোষ।
advertisement
1/7
দিলীপ ঘোষ কি তাহলে বিজেপি ছেড়ে দিচ্ছেন? শেষমেশ পুরোটাই স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য!
কলকাতা: আগামী ১৮ জুলাই, শুক্রবার, দুর্গাপুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মোদির এই সফর রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তবে এই সভার চেয়েও বেশি চর্চার কেন্দ্র হয়ে উঠেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দিলীপ ঘোষ।
advertisement
2/7
দিল্লি সফর সেরে ফেরার পর থেকেই প্রধানমন্ত্রীর মঞ্চে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়েই এখন জোর গুঞ্জন চলছিল বঙ্গ বিজেপির অন্দরে। দিল্লিতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশসহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন দিলীপ ঘোষ।
advertisement
3/7
রাজনৈতিক মহলের মতে, এই সফরই হয়ত দিলীপের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আর সেই কারণেই ১৮ জুলাইয়ের দুর্গাপুর সভাকে ঘিরে তাকে মঞ্চে কিংবা সভাস্থলে দেখা যাবে কিনা এ বিষয়ে ঘিরে এত উত্তেজনা। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব সর্বোচ্চভাবে পাশে রয়েছে দিলীপ ঘোষের। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে পরামর্শ দেওয়া হয়েছে দিলীপ ঘোষ বিজেপির শীর্ষ নেতৃত্বে সকল সফরের কর্মসূচিতে অংশগ্রহণ করুন। এমনকি তিনি আগে কেন প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী জনসভায় অংশগ্রহণ করেননি, সে ব্যাপারেও প্রশ্ন তোলা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদির দুর্গাপুরের সভাতেও।
advertisement
4/7
তাহলে কি দিলীপ ঘোষের সঙ্গে দলের কোন্দল মিটতে চলেছে? উত্তরবঙ্গে এমনই প্রশ্নের মুখোমুখি হতে হল বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্যকে। উত্তরে যা বললেন শমীক, তাতেই স্পষ্ট হয়ে গেল সব।
advertisement
5/7
দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্নের উত্তরে শমীক বলেন, ''দিলীপ ঘোষ কি অন্য দলের নেতা? উনি বিজেপিতেই ছিলেন, আছেন, থাকবেন। পশ্চিমবঙ্গে দিল্লি লাইন বা কেরল লাইন নেই। একটাই লাইন-বিজেপি। আর আমাদের লক্ষ্য তৃণমূলকে হঠানো।"
advertisement
6/7
জানা গিয়েছে, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য চাইছেন দুর্গাপুরের সভায় রাজ্য বিজেপির সব শীর্ষ নেতাই উপস্থিত থাকুন। এতে বিজেপির ভেতরের ঐক্যের বার্তা দেওয়া যাবে বলেই তাঁর মত। সেই কারণে দিলীপ ঘোষও মঞ্চে থাকতে পারেন বলে দলের অন্দরে আলোচনা চলছে। আমন্ত্রণ জানানো হয়েছে দিলীপ ঘোষকে, রাজ্য বিজেপির তরফে এমনটাই খবর। যদিও বিষয়টি নিয়ে দিলীপ ঘনিষ্ঠদের মুখে কুলুপ।
advertisement
7/7
তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের সভার মাত্র তিন দিন আগেই মোদির এই সভা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী কোন বার্তা দেন এবং রাজ্য নেতৃত্বের মধ্যে কেমন সমন্বয় দেখা যায়, তা নজর রাখার মতো বিষয়। দিলীপ ঘোষ মঞ্চে থাকলে তা একদিকে বিজেপির অভ্যন্তরীণ বিভাজন মেটানোর বার্তা দেবে, আবার অন্যদিকে তাঁর রাজনৈতিক গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠার ইঙ্গিতও বয়ে আনবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Dilip Ghosh News: দিলীপ ঘোষ কি তাহলে বিজেপি ছেড়ে দিচ্ছেন? শেষমেশ পুরোটাই স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য! ১৮ জুলাই বঙ্গ বিজেপিতে বড় চমক?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল