প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা, জলমগ্ন একাধিক এলাকা
Last Updated:
আগামিকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
advertisement
1/4

বুধবার সকাল থেকেই শহরজুড়ে নামে প্রবল বৃষ্টি ৷ এর জেরে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা ৷ প্রচন্ড বৃষ্টিতে জল জমে গিয়েছে এমজি রোড, স্ট্র্যান্ড রোডে ৷
advertisement
2/4
জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ, সুকিয়া স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, মানিকতলা মোড় ৷ এর জেরে যানজট সৃষ্টি হয়েছে ৷
advertisement
3/4
দুপুর ১২টা থেকে শুরু হয় প্রবল বৃষ্টি ৷ ৩টে পর্যন্ত বৃষ্টির পরিমাণ, নিউমার্কেটে ৫৩.০৮ মিমি ৷ জোকায় বৃষ্টির পরিমাণ ৪৪.৯৫ মিমি ৷ মোমিনপুরে ৪২.১৩ মিমি বৃষ্টি ৷ আলিপুরে বৃষ্টির পরিমাণ ৪০.৩৮ মিমি ৷ বেহালায় বৃষ্টির পরিমাণ ৩৪.২৯ মিমি ৷ উল্টোডাঙায় বৃষ্টির পরিমাণ ২৯.৭১ মিমি ৷ দমদমে বৃষ্টির পরিমাণ ২৪.১৩ মিমি ৷ শিবপুরে ১৮.৭৯ মিমি বৃষ্টি ৷ ধাপায় বৃষ্টির পরিমাণ ১৭.৫২ মিমি ৷
advertisement
4/4
আগামিকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ কলকাতা ও হাওড়ায় বৃষ্টি চলবে ৷ বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা ও পূঃ মেদিনীপুরে ৷ আগামিকালের পর আবহাওয়ার উন্নতি ৷ শুক্রবার দুর্যোগ অনেকটাই কেটে যাবে ৷