TRENDING:

Government Employees: পুজোর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইনে হবে কবে? বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! রাজ্যের পেনশনভোগীরাই বা কবে পাবেন পুজোর মাসের পেনশন?

Last Updated:
Government Employees: টানা ছুটির পর অফিস খুলবে ৮ অক্টোবর তারিখে। তবে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের সেপ্টেম্বরের পেনশনের টাকা পুজোর ছুটির মধ্যে ১ অক্টোবর দেওয়া হবে।
advertisement
1/5
পুজোর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইনে হবে কবে? বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের!
পুজোর ছুটির জন্য রাজ্য সরকারি কর্মী ও সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের সেপ্টেম্বর মাসের বেতন আগে হয়ে যাবে। রাজ্য অর্থদপ্তর মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বেতন দেওয়া হবে সেপ্টেম্বরের ২৪-২৫ তারিখে। প্রসঙ্গত, রাজ্য সরকারের পুজোর ছুটি শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর, শুক্রবার থেকে।
advertisement
2/5
টানা ছুটির পর অফিস খুলবে ৮ অক্টোবর তারিখে। তবে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের সেপ্টেম্বরের পেনশনের টাকা পুজোর ছুটির মধ্যে ১ অক্টোবর দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যে জয় বাংলা পেনশন, তার সুবিধা প্রাপকদের সেপ্টেম্বর মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ওইদিন অর্থাৎ ১ অক্টোবর জমা পড়ে যাবে।
advertisement
3/5
প্রসঙ্গত, সরকারি চাকুরে থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনের টাকাও তাঁদের ব্যাংক বা ডাকঘরের অ্যাকাউন্টে জমা পড়ে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সাধারণ নিয়ম হচ্ছে সরকারি কর্মীরা মাসের শেষ কাজের দিনের আগের দিন বেতন পান। তবে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা প্রভৃতির ক্ষেত্রে সাধারণত পরের মাসের প্রথম দিনে বেতনের টাকা জমা পড়ে।
advertisement
4/5
এবার তাঁরাও ২৪-২৫ সেপ্টেম্বর বেতন পাবেন। স্টাইপেন্ড এবং সাম্মানিকের টাকার ক্ষেত্রেও একই ব্যবস্থা করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, দুর্গাপুজো উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের সব অফিসের এবং সংস্থার কর্মীদের বেতন অগ্রিম ২৬ সেপ্টেম্বর, শুক্রবার দেওয়া হবে।
advertisement
5/5
অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী পেনশন প্রাপকদের টাকা তাঁদের ব্যাংক-ডাকঘরের অ্যাকাউন্টে ২৬ সেপ্টেম্বর জমা পড়বে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Government Employees: পুজোর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইনে হবে কবে? বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের! রাজ্যের পেনশনভোগীরাই বা কবে পাবেন পুজোর মাসের পেনশন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল