West Bengal Weather Update|| গভীর নিম্নচাপ! আগামী ৪৮ ঘণ্টায় কেমন আবহাওয়া? কী প্রভাব রাজ্যে? জানুন পূর্বাভাস
- Published by:Shubhagata Dey
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Forecast: সপ্তাহান্তে হাওয়া বদল রাজ্যে। কাল শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। এর ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। ২৫শে ডিসেম্বর বড়দিনে বাড়বে তাপমাত্রা।
advertisement
1/10

advertisement
2/10
*নিম্নচপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু এবং কেরল উপকূলে আগামী কয়েক দিন। তবে বাংলায় নিম্নচাপের প্রভাব পড়ার কোনও সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রতীকী ছবি।
advertisement
3/10
*আজ শুক্রবার স্বাভাবিক কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা। মালদহ ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার দাপট ছিল সকালে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায়। দক্ষিণবঙ্গে ও সকালে কুয়াশা থাকলেও, পরে পরিষ্কার হয়ে যায় আকাশ। আগামিকাল থেকে বাড়বে তাপমাত্রা। বড়দিনে কমবে শীতের প্রকোপ। প্রতীকী ছবি।
advertisement
4/10
*কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল এই তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। প্রতীকী ছবি।
advertisement
5/10
*বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২-৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রতীকী ছবি।
advertisement
6/10
*সপ্তাহান্তে হাওয়া বদল রাজ্যে। আগামিকাল শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। যার ফলে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। প্রতীকী ছবি।
advertisement
7/10
*২৫ ডিসেম্বর বড়দিনে বাড়বে তাপমাত্রা। কমবে শীতের প্রকোপ। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা থাকবে। কার্যত উষ্ণ বড়দিন কাটবে। শনিবার থেকে সোমবারের মধ্যে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের। প্রতীকী ছবি।
advertisement
8/10
*আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে। হালকা মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। উত্তুরে হাওয়া থমকে গিয়েছে। যার ফলে শীতের আমেজ কমেছে রাজ্যে। আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তারপর থেকে আরও একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে আর তার ফলেই রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। প্রতীকী ছবি।
advertisement
9/10
*ঘন কুয়াশার দাপট আগামী কয়েকদিন দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তর প্রদেশে। শৈত্যপ্রবাহ চলবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে সোমবার পর্যন্ত। শীতল দিনের পূর্বাভাস পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের কিছু অংশে। প্রতীকী ছবি।
advertisement
10/10
*আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। মধ্যপ্রদেশে তাপমাত্রা একই থাকবে আগামী দু'দিন। তারপর তাপমাত্রা ফের কমতে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। গুজরাটে আগামী কয়েক দিনে তাপমাত্রা কমবে। ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার পূর্বাভাস। প্রতীকী ছবি।