আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী, মঙ্গলবার পর্যন্ত রাজ্য়জুড়ে চলবে ঝড়-বৃষ্টি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কলকাতায় আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/12

টানা ঝড়-বৃষ্টি চলছে বাংলা জুড়ে। আবহবিদরা জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলের ৩ জেলাসহ পাঁচ জেলায়। মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস।
advertisement
2/12
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হবে। সমুদ্রের ভেতরেই ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে। আগামী তিন চারদিন মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
3/12
বুধবার নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা। এই নিম্নচাপ গভীর নিম্নচাপ হয় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অবস্থান করতে পারে। গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই তার গতিপথ সম্পর্কে কিছু জানায়নি আবহাওয়া দপ্তর।
advertisement
4/12
কলকাতায় আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে নেমে গেছে। বাতাসে জলীয় বাষ্প থাকলেও তাপমাত্রা কম থাকায় অস্বস্তি কিছুটা কমবে।
advertisement
5/12
আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রী কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯০ শতাংশ ।গত ২৪ ঘন্টায় কোন বৃষ্টি হয়নি।
advertisement
6/12
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড়ের সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে কুচবিহার ও আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
7/12
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
advertisement
8/12
ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলাতে। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।
advertisement
9/12
আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়ে।
advertisement
10/12
বিহার থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিহারে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খন্ড ছত্রিশগড় এর উপর দিয়ে গেছে। ইদানিং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
advertisement
11/12
আগামী তিন চারদিন আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণ ভারতের রাজ্য বিশেষ করে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সহ রাজ্যগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
12/12
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব হিমাচল প্রদেশ, উত্তরাখান্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে কিছু অংশে আগামী ৪৮ ঘন্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা।