App Cab Fare Doubled: 'মানুষের উপর বোঝা চাপানো যাবে না', অ্যাপ ক্যাবের ভাড়া দ্বিগুণ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত মানতে রাজি নয় রাজ্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
App Cab Fare Doubled: এখন থেকে ব্যস্ত সময়ে প্রয়োজনে দ্বিগুণ ভাড়াও হাঁকতে পারবে অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলি! এমনটাই বলছে সড়ক পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকা।
advertisement
1/8

এখন থেকে ব্যস্ত সময়ে প্রয়োজনে দ্বিগুণ ভাড়াও হাঁকতে পারবে অ্যাপ নির্ভর ক্যাব সংস্থাগুলি! এমনটাই বলছে সড়ক পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকা। অ্যাপ ক্যাব নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত মানতে এখনই রাজি নয় রাজ্য সরকার। বৃহস্পতিবার MORTH বা সড়ক পরিবহণমন্ত্রকের তরফে নোটিফিকেশন রাজ্যকে পাঠানো হয়েছে।
advertisement
2/8
পাশাপাশি অন লাইন ক্যাব অপারেটর গিল্ড চাইছে রাজ্য বেস ফেয়ার আগে নিশ্চিত করুক। ২০২২ সালের নোটিফিকেশন অনুযায়ী যে বেস ফেয়ার আছে তা মানা হয় না বলে অভিযোগ সংগঠনের।
advertisement
3/8
কেন্দ্রের নয়া এই ক্যাব এগ্রিগেটর গাইডলাইনে কী রয়েছে? * ব্যাপক চাহিদার সময়ে দু’গুণ পর্যন্ত বেস ভাড়া বাড়াতে পারবে সংস্থাগুলি, আগে যা ছিল সর্বোচ্চ দেড় গুণ। * চালকদের ট্রিপ ক্যান্সেলের সমস্যার সমাধান করেতে জরিমানার কথা বলা হয়েছে নয়া নির্দেশিকায়। অকারণে ট্রিপ বাতিল করলে ভাড়ার ১০ শতাংশ জরিমানা দিতে হবে চালকদের। তবে তা কখনই ১০০ টাকার বেশি হবে না। যাত্রীদের ক্ষেত্রেও চালু হবে একই নিয়ম।
advertisement
4/8
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক নতুন যে গাইডলাইন তৈরি করেছে, তাতে হইচই পড়ে গিয়েছে। কারণ, এবার থেকে চাহিদা বাড়লে যাত্রীদের থেকে আরও বেশি ভাড়া নিতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। এমনই বলা হয়েছে নয়া মোটর ভেহিক্যাল এগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫-এ। গত ১ জুলাই তারিখ থেকে কার্যকর হয়েছে নতুন এই নির্দেশিকা। রাজ্যগুলিকে তিন মাসের মধ্যে তা কার্যকর করতে হবে।
advertisement
5/8
প্রসঙ্গত, আগে অ্যাপ নির্ভর ক্যাবের ক্ষেত্রে ভাড়া নিয়ন্ত্রণ সহ একগুচ্ছ বিধির কথা জানিয়েছিল পরিবহণ দফতর। তা এখনও কার্যকর হয়নি। ফলে অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে অভিযোগের সংখ্যা ক্রমেই বাড়ছে। সূত্রের খবর, যাত্রীদের স্বার্থ বিরোধী কাজ ও নিয়মনীতির তোয়াক্কা না করার অভিযোগে দু’টি অ্যাপ নিরভর ক্যাব সংস্থাকে নোটিস ২০২৩ সালে পাঠায় সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটি বা সিসিপিএ। এখনও অ্যাপ ক্যাবকে নিয়ন্ত্রণ করা যায়নি, প্রশ্ন হল অ্যাপ বাইককে কবে নিয়ন্ত্রণ করা যাবে? পরিবহণ দফতর সূত্রে খবর, শহর ও শহরতলিতে প্রায় ১০ হাজার অ্যাপ নির্ভর বাইক চলে। তবে এই সব বাইক ট্যাক্সিকে নিয়ন্ত্রণে এখনও সেরকমভাবে সরকারি বিধিনিষেধ নেই। তাই পরিবহণ দফতর চাইছে এই সব বাইককেও বিধিনিষেধের আওতায় নিয়ে আসতে।অ্যপ ক্যাব চলে প্রায় ২৫ হাজার এই রাজ্যে।
advertisement
6/8
২০২২ সালে রাজ্যের নোটিফিকেশন অনুযায়ী অ্যাপ ক্যাবের ভাড়া ও নিয়ম - পরিবহণ দফতরের নোটিফিকেশন অনুযায়ী, রাজ্যে অ্যাপ ক্যাবগুলির সর্বাধিক বেস ফেয়ার থাকবে ৫৬ টাকা ২৫ পয়সা। প্রতি কিলোমিটার অনুযায়ী ১৮ টাকা ৭৫ পয়সা ভাড়া নিতে পারবে। বৃষ্টি, পুজো বা গাড়ি কম থাকার বিভিন্ন অজুহাত দেখিয়ে সারচার্জ (Surcharge) বাড়াত অ্যাপ ক্যাব সার্ভিসের ড্রাইভাররা। এবার থেকে এসব করা যাবে না। ক্যাব বাতিলের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দিল রাজ্য। যাত্রী বা ড্রাইভার, যার পক্ষ থেকে ট্রিপ ক্যানসেল করা হবে, তাকে মোট ভাড়ার ১০ শতাংশ দিতে হবে। ৩ কিলোমিটারের মধ্যে গাড়ি থাকলে, কোনও পিক-আপ চার্জও থাকবে না।
advertisement
7/8
পরিবহণ দফতরের নোটিফিকেশন অনুযায়ী, যে সংস্থা ক্যাব চালাবে তাঁদের সার্ভার এই রাজ্যেই থাকতে হবে। সার্ভারের সেই ডেটা রাজ্যের সব এজেন্সি প্রয়োজনে ব্যবহার করতে পারবে। কমপক্ষে ৩ মাস ও সর্বাধিক ২ বছর পর্যন্ত ডেটা রাখতে হবে অ্যাপ ক্যাব সংস্থাকে। যাত্রী সুরক্ষার জন্য গাড়িতে ভেহিক্যালস ট্র্যাকিং সিস্টেম থাকতেই হবে।
advertisement
8/8
ড্রাইভারের ২ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে। গাড়ির ফিটনেস নিয়েও রাজ্যের পরিবহণ দফতরের নিয়ম মানতে হবে। চালকদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দিতে হবে সংস্থাকে। রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সাধারণ মানুষের উপরে জোর করে বোঝা চাপানো যাবে না। আমরা যাত্রী সাথীকে প্রমোট করেছি। কেন্দ্র এই ভাবে ভাড়া বাড়াতে পারে না। আমরা চাই মানুষের সুবিধা হোক।