TRENDING:

ঘূর্ণিঝড় 'দিতওয়া' কাটতেই জমিয়ে ব্যাটিং শুরু শীতের! আগামী কয়েকদিনেই জাঁকিয়ে ঠাণ্ডা কলকাতায়! বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
মূলত বাংলায় শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে এবং ধীরে ধীরে পারদ নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
1/7
ঘূর্ণিঝড় 'দিতওয়া' কাটতেই জমিয়ে ব্যাটিং শুরু শীতের! আগামী কয়েকদিনেই জাঁকিয়ে ঠাণ্ডা কলকাতায়
ঘূর্ণিঝড় 'দিতওয়া' নিজের শক্তি হারিয়ে ক্রমেই দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে গিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মূলত, তামিলনাড়ু, পুদুচেরি, এবং অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে সমুদ্রে প্রায় ৪০ কিলোমিটার ভিতরে অবস্থান করছে এই সিস্টেমটি।
advertisement
2/7
যদিও এর কোনও প্রভাবই বাংলায় পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মূলত বাংলায় শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে এবং ধীরে ধীরে পারদ নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
3/7
দক্ষিণবঙ্গের আবহাওয়াদক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমে স্বাভাবিকের কাছাকাছি পৌছবে। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি। জেলার বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই পারদ ১৪ ঘরের কাছাকাছি পৌঁছে গিয়েছে।হাওয়া অফিস সূত্রে খবর আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
advertisement
4/7
সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রার ১৫ ডিগ্রির আশেপাশে পৌঁছে যেতে পারে। অন্যদিকে, পশ্চিমের বেশ কিছু জেলায় যেমন- পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলীতে ইতিমধ্যেই তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে। এছাড়াও, উপকূলবর্তী অঞ্চলে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
5/7
উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে বলে হাওয়া অফিস। আপাতত তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
6/7
মালদায় তাপমাত্রা আপাতত ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। অন্যদিকে, কোচবিহার, জলপাইগুড়ি, এবং আলিপুরদুয়ারে ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
7/7
কলকাতার আবহাওয়ার দিক থেকে আকাশ আপাতত অংশত মেঘলা থাকবে। আগামী দু-তিন দিনে পারদ ধাপে ধাপে কমবে। ফলে, মঙ্গলবার সর্বনিম্ন যেখানে ২০ ডিগ্রি ছিল সেখানেই বুধবার তাপমাত্রা নেমে যায় ১৭ ডিগ্রির ঘরে। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও নামবে। এই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ এবং সর্বনিম্ন ছিল ১৭.৭।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ঘূর্ণিঝড় 'দিতওয়া' কাটতেই জমিয়ে ব্যাটিং শুরু শীতের! আগামী কয়েকদিনেই জাঁকিয়ে ঠাণ্ডা কলকাতায়! বড় আপডেট দিল হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল