লালসা থেকে বাঁচলো না ৬বছরের শিশুও,বাথরুমে আটকে রেখে ধর্ষণ,অভিযুক্ত ১৯বছরের প্রতিবেশী
Last Updated:
হায়দরাবাদ, উন্নাওয়ের ঘটনার মাঝেই সামনে এল এই বীভৎস খবর৷ ঘটনা কলকাতার৷
advertisement
1/5

হায়দরাবাদ, উন্নাওয়ের ঘটনার নিয়ে যখন উত্তাল দেশ, তখনই সামনে এল আরও এক বীভৎস খবর এল সামনে৷ এবার অত্যাচারের শিকার ৬ বছরের শিশু৷ Representative Image
advertisement
2/5
ঘটনাটি ঘটেছে কলকাতার তারাতলা রোডে৷ বৃহস্পতিবার৷ একটি ফাঁকা কমিউনিটি হলের একতলার শৌচালয়ে বাচ্চাটিকে আটকে রাখে ১৯ বছরের যুবক৷ Representative Image
advertisement
3/5
কমিউনিটি হলটি যে কোনও অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়৷ তবে সেদিন কোনও ভাড়া না থাকায় হল খালি ছিল৷ তারই সুযোগ নেয় যুবকটি৷ Representative Image
advertisement
4/5
৬ বছরের শিশুকে বাথরুমে আটকে রেখে তার ওপর চলে নির্যাতন৷ যুবক ওই শিশুটির বাড়ির পাশের থাকত৷ নির্যাতিত শিশুর মা অভিযোগ জানানোর পর যুবককে গ্রেফতার করা হয়েছে৷ পোকসো ধারায় মামলাও করা হয়েছে তার বিরুদ্ধে৷ Representative Image
advertisement
5/5
মেয়েটির মেডিক্যাল টেস্টের পর ঘটনার তদন্ত আরও এগোবে বলে জানায় পুলিশ৷ Representative Image