TRENDING:

Jalpaiguri News: ভারী বর্ষণের জেরে তিস্তায় ফের লাল সতর্কতা! অন্যান্য নদীতেও জারি বিপদ সংকেত

Last Updated:
সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জের। তিস্তায় লাল সতর্কতা জারি করল সেচ দফতর
advertisement
1/5
ভারী বর্ষণের জেরে তিস্তায় ফের লাল সতর্কতা! অন্যান্য নদীতেও জারি বিপদ সংকেত
সিকিম পাহাড়ে লাগাতার বৃষ্টির জের। তিস্তায় লাল সতর্কতা জারি করল সেচ দফতর।ভারী বর্ষণের জেরে তিস্তা সহ অন্যান্য নদীতে জারি হয়েছে বিপদ সংকেত।
advertisement
2/5
গত চব্বিশ ঘণ্টা ধরে জলপাইগুড়ি সহ উত্তরের সব কয়টি জেলাতেই চলছে অতি ভারী বৃষ্টি। গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ১৪৩, পার্শ্ববর্তী শিলিগুড়িতে ২২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
advertisement
3/5
পাহাড় সহ সমতলে লাগাতার ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার তিস্তা, জলঢাকা সহ বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে।
advertisement
4/5
শুক্রবার সকালে জলপাইগুড়ির ফ্লাড ওয়ার্নিং অথরিটি অফিস সূত্রে জানা গিয়েছে, জলঢাকা নদীর ৩১ নম্বর, জাতীয় সড়ক, মেখলিগঞ্জ, দমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অববাহিকায় হলুদ সংকেত জারি করা হয়েছে। পাহাড়ে ভারী বৃষ্টির প্রভাব পড়ছে সমতলের নদী গুলোর ওপর জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার বিভিন্ন পাহাড়ি ঝোরা গুলোতে হড়পা বানের আশঙ্কা রয়েছে এই কারণে।
advertisement
5/5
এর সঙ্গে ওদলাবাড়ীতে অবস্থিত তিস্তা ব্যারাজ থেকে বাড়তি জল ছাড়ার কারণে শুক্রবার বিকেলের দিকে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সেচ দফতর সূত্রের খবর। (সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ভারী বর্ষণের জেরে তিস্তায় ফের লাল সতর্কতা! অন্যান্য নদীতেও জারি বিপদ সংকেত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল