Viral News: লক্ষ্য ১০০! তিন স্ত্রী, ৬০তম সন্তানের জন্ম, পিতৃত্বের স্বাদ ছাড়বেন না চিকিৎসক, চতুর্থ বিয়ের তোড়জোড়!
- Published by:Arjun Neogi
Last Updated:
Viral News: ঘটনাটিতে রীতিমত তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
advertisement
1/9

গুপী, বাঘার মনবাঞ্ছা ছিল তাঁদের যে তাঁদের বয়স যাতে কমে যুবক হয়ে ওঠেন, শরীরের বয়স তো বাড়বেই তাকে কোনও ভাবেই আটকানো সম্ভব নয় কিন্তু মনের বয়স সর্বদা আঠারো রাখা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
এমনই এক কাণ্ড ঘটেছে প্রতিবেশী দেশ পাকিস্তানে ৷ এক ব্যক্তি তিনটি বিয়ে করেছেন তাঁর সন্তান সংখ্যা ৬০ ৷ পিতৃত্বের স্বাদ থেকে এখনই বঞ্চিত হতে চাননা এই ব্যক্তি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
আরও সন্তানের জন্ম দিতে চান ৷ তাই খুঁজছেন পাত্রী করবেন বিয়েও ৷ পাকিস্তানের কোয়েত্তা প্রদেশের এক ঘটনাতে সবারই চক্ষু হয়েছে চড়ক গাছ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
আলোচ্য ব্যক্তির নাম সর্দার জান মহম্মদ খিলজি গতকালই তাঁর ৬০তম সন্তান ভূমিষ্ঠ হয়েছে ৷ সেই একদিনের ছেলেকে লেপে মুড়ে ঘুরছেন বাবা ৷ মুখ থেকে অনবরত গড়িয়ে পড়ছে হাসি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
বাড়ুক বংশ তাই চান আরও সন্তান জন্মাক ৷ চিকিৎসক সর্দার জান মহম্মদ খিলজি বন্ধুদের কাছে অনুরোদ জানিয়েছেন পাত্রী খুঁজে দিতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
ব্রিটিশ সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন সঙ্গী খুঁজছেন তিনি ৷ চতুর্থ বিয়ের আগে তাঁর প্রার্থনা এবার আর ছেলে নয় হোক মেয়ে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
গোটা পরিবার নিয়েই থাকতে চান সর্দার ৷ তাঁর তিন স্ত্রীও জানিয়েছেন যে তাঁরা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে প্রস্তুত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
যাবতীয় স্পটলাইটে এই চিকিৎসক ৷ যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছুঁয়েছে আকাশ সেখানে এই চিন্তা ভাবনা রীতিমত দুঃসাহসের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ৷ সেখানেই এই ধরনের চিন্তাভাবনা কতখানি যুক্তিযুক্ত সেটাই ভেবে দেখার বিষয় ৷ প্রতীকী ছবি ৷