Bizarre! অনলাইনে ক্লাস চলাকালীন ক্যামেরা অন রেখেই উদ্যাম যৌন সঙ্গম! মুহূর্তে ভাইরাল ভিডিও...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলাকালীন ল্যাপটপের ক্যামেরা অন রেখেই উদ্যাম সঙ্গমে লিপ্ত হলেন দুই পড়ুয়া ।
advertisement
1/5

*অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলাকালীন ল্যাপটপের ক্যামেরা অন রেখেই উদ্যাম সঙ্গমে লিপ্ত হলেন দুই পড়ুয়া (forgot to switch off his camera while having sex with his partner)। পড়ানোর মাঝে শীৎকারের আওয়াজে প্রথম কিছুক্ষণ সহপাঠী এবং অধ্যাপক কিছু ঠাহর করে উঠতে পারেননি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অধ্যাপকের প্রবল ধমকে হুঁশ ফেরে সঙ্গমরত পড়ুয়ার। তবে ততক্ষণে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে গিয়েছে। প্রতীকী ছবি।
advertisement
2/5
*করোনার জেরে বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। ফলে অনলাইন ক্লাসই পড়ুয়াদের একমাত্র ভরসা। এমন পরিস্থিতিতে গত এক বছরেরও বেশী সময় ধরে অনলাইন ক্লাস চলাকালীন দেশে বা বিদেশে একাধিক মজার (bizarre stories) অথবা সাংঘাতিক ঘটনা ঘটেছে। প্রতীকী ছবি।
advertisement
3/5
*তবে এ বারে ভিয়েতনামের (Vietnam) হো চি মিন সিটির (Ho Chi Minh city) এই ঘটনা নজির বিহীন। ইতিমধ্যেই সঙ্গমরত দুই পড়ুয়ার ভিডিও কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতীকী ছবি।
advertisement
4/5
*স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ক্যামেরা অন করা অবস্থায় সঙ্গমে লিপ্ত ছাত্রকে দেখে ক্ষেপে ওঠেন অধ্যাপক। চিৎকার করে ওঠেন তিরস্কার করে। বলেন, "এটা কী হচ্ছে? অফলাইন ক্লাসে থাকলে বান্ধবীর সঙ্গে এটা করতে পারতে? এখন তুমি অনলাইন ক্লাসে রয়েছ! আর তা না করে সেক্স করছ?" প্রতীকী ছবি।
advertisement
5/5
*রিপোর্ট অনুযায়ী, অধ্যাপকের গলার আওয়াজে হুঁশ ফেরে ছাত্রের। তাড়াতাড়ি উঠে কোনওমতে জামাকাপড় ঠিক করে নিয়েই মুহূর্তের মধ্যে ক্যামেরা অফ করে দেয়। ভিয়েতনামের সংবাদপত্র Lao Dong-র প্রতিবেদনে উল্লিখিত, পরে ওই পড়ুয়া অধ্যাপক এবং তাঁর বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নেন। প্রতীকী ছবি।