TRENDING:

ভয়ঙ্কর! ১৮৭ কিলোমিটার বেগে আছড়ে পড়ল টাইফুন লেকিমা, মৃত ৪৪, তছনছ এলাকা

Last Updated:
advertisement
1/5
ভয়ঙ্কর! ১৮৭ কিলোমিটার বেগে আছড়ে পড়ল টাইফুন লেকিমা, মৃত ৪৪, তছনছ এলাকা
♦ সকতর্কতা ছিলই ৷ আর সেইমতো ভয়ঙ্কর রূপ ধারণ করে আছড়ে পড়ল টাইফুন লেকিমা ৷ তার জেরে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
2/5
♦ ১৮৭ কিলোমিটার বেগে বিধ্বংসী এই ঝড় চারখার করে দিয়েছেন চিনের বিস্তীর্ণ অঞ্চলকে। এই টাইফুনের জেরে বিধ্বস্ত ট্রেন ও বিমান পরিষেবা।
advertisement
3/5
♦ দিন তিনেক ধরে সমুদ্রের বুকে তাণ্ডব চালাচ্ছে লেকিমা। অবশেষে রবিবার আছড়ে পড়েছে চিনের বুকে। আগে থেকেই চিনের সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল। নেওয়া হয়েছিল সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা। তবুও প্রাণহানি এড়াতে পারা গেল না।
advertisement
4/5
♦ রবিবার টাইফুন লেকিমা আছড়ে পড়েছিল ঝেডিয়াং উপকূলে। তারপর ভূ-খণ্ডে ঢুকে তছনছ করে দেয় এলাকা। জরুরি পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। এতটাই বেশি ছিল ঝড়ের প্রকোপ যে, মৃত্যু এড়ানো সম্ভব হয়নি। অনেকে নিখোঁজ হয়ে যায়।
advertisement
5/5
♦ প্রশান্ত মহাসাগরের বুকে একসঙ্গে দুটি টাইফুন পরিস্থিতি তৈরি হয়েছিল। একদিকে টাইফুন লেকিমা, অন্যদিকে টাইফুন কোরসা। সমুদ্র উত্তাল হতে শুরু করে ক্রমশ। এই সপ্তাহেই জাপানে আছড়ে পড়ার কথা ছিল লেকিমার। পরে দিক পরিবর্তন করে লেকিমা সুপার সাইক্লোনে পরিণত হয়। কোরসা শক্তি হারিয়ে ফেলে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
ভয়ঙ্কর! ১৮৭ কিলোমিটার বেগে আছড়ে পড়ল টাইফুন লেকিমা, মৃত ৪৪, তছনছ এলাকা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল