advertisement
1/11

নিজের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর উপপ্রধানকে বিয়ে করে রানির মর্যাদা দিয়েছেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন। (Image: AP)
advertisement
2/11
আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের মাত্র কয়েক দিন আগে বিয়ে করলেন থাইল্যান্ডের রাজা। স্ত্রীকে 'রানি সুতিদা' উপাধি দিয়েছেন রাজা। (Image: Reuters)
advertisement
3/11
ভাজিরালংকর্ন ২০১৪ সালে সুথিদা তিদজাইকে ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীতে নিয়োগ দেন। আগে তিদজাই থাই এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন। (Image: Reuters)
advertisement
4/11
২০১৬ সালের ডিসেম্বরে রাজা ভাজিরালংকর্ন সুথিদাকে রাজকীয় থাই সেনাবাহিনীর পূর্ণ জেনারেল র্যাঙ্ক প্রদান করেন। পরের বছর তার ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর ডেপুটি কমান্ডার করেন। (Image: Reuters)
advertisement
5/11
পাশাপাশি সুদিথাকে লেডির সমার্থক রাজকীয় উপাধি থানপুয়িং মর্যাদায় অভিষিক্ত করেন। (Image: Reuters)
advertisement
6/11
শনিবার ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মমতে তাঁর পরম্পরাগত অভিষেক হওয়ার পর তাঁকে নিয়ে ব্যাংকক শহরে বিরাট শোভাযাত্রায় বেরোতে পারেন তাঁরা। (Image: Reuters)
advertisement
7/11
বুধবার রয়্যাল রীতি মেনে বিয়ে সারেন দু’জনে৷ পরে সেই বিয়ের কিছু ছবি সামনে আসে৷ (Image: Reuters)
advertisement
8/11
রাজার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ও সামরিক জান্তা সরকারের প্রধান প্রায়ুথ চান ওচা, রাজপরিবারের অন্যান্য সদস্যরা ও রাজপরিবারের উপদেষ্টারা (Image: Reuters)
advertisement
9/11
মহা ভাজিরালংকর্নের এর আগে তিন বার বিয়ে করেন৷ প্রতিবারই বিবাহ বিচ্ছেদ হয়ে যায় (Image: Reuters)
advertisement
10/11
আগের তিন বিয়ে থেকে রাজার সাত সন্তান আছে৷ প্রসঙ্গত, ৭০ বছর রাজ্যপাট সামলানোর পর ২০১৬ সালে মৃত্যু হয় রাজা ভুমিকোল আদুলইয়াদেজের (Image: Reuters)
advertisement
11/11
রাজা হয়ে ৬৬ বছর বয়সী ভাজিরালংকর্ন রাজা দশম রামা উপাধি গ্রহণ করেন। (Image: Reuters)