ফের একবার কেলেঙ্কারির একশেষ, Zoom এ মিটিং চলাকালীনই যৌনতায় মাতলেন শিক্ষিকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Zoom চলছিল শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ মিটিং আর সব ভুলে ক্যামেরা অন করেই শরীরি মিলনে ব্যস্ত শিক্ষিকা! Video Viral...
advertisement
1/5

করোনা অতিমারিতে প্রায় দেড় বছর কাটিয়ে দিয়েছে গোটা বিশ্ব৷ ওয়ার্ক ফ্রম হোম, জুম মিটিং এই শব্দগুলি এখন রোজকার হয়ে দাঁড়িয়েছে৷ এরই মধ্যে একাধিকবার অনলাইন মিটিং বা ক্লাস চলাকালীন ক্যামেরা অন করেই যৌনতায় মেতেছেন একাধিক ব্যক্তি৷ ফের একবার সেই ঘটনাই ঘটল৷ টিচার্স অ্যাসোসিয়েশনের মিটিং চলাকালীন নিজের পার্টনারের সঙ্গে যৌনতায় লিপ্ত হন টিচার৷ Photo-Representative
advertisement
2/5
এবারের ঘটনাটি ঘটেছে জামাইকায়৷ বৈঠকে হাজির তাঁর বাকি সহকর্মীরা একেবারে স্তম্ভিত হয়ে যান গোটা ঘটনায়৷ ভাইরাল ফুটেজ একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে৷ যৌনতায় মত্ত জুটি বৈঠক চলাকালীনই বিছানার ওপর ঝড় তোলেন৷ Photo-Collected
advertisement
3/5
সপ্তাহ খানেক আগে জামাইকা টিচার্স অ্যাসোসিয়েশনের মিটিং চলাকালীন একজন শিক্ষিকা বলছিলেন এই করোনা অতিমারিতে পড়াশুনো করানো ঠিক কতটা কঠিন তখনই একটা উইন্ডোতে দেখা যায় যৌনতায় লিপ্ত রয়েছেন আরও এক শিক্ষিকা৷ তাও অন্য শিক্ষিকা নিজেদের পেশার অপরিসীম গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রায় ২ মিনিট ধরেই ক্যামেরা অন রেখে যৌনতা চালিয়ে যান অভিযুক্ত শিক্ষিকা৷ Photo-Collected
advertisement
4/5
বৈঠকের সঙ্গে এই ভিডিওটিও রেকর্ড হয়ে যায় আর স্বাভাবিকভাবেই লজ্জার এই ভিডিও ভাইরাল হতে কোনও সময়ই নেয়নি৷ বৈঠকে থাকা একজন জানান রেকর্ডিং চলছে, আর একজন অভিসম্পাত করেন, কিন্তু তাতে মিলনরত দম্পতির বয়েই গেছে৷ Photo-Representative
advertisement
5/5
মারাত্মক এই ভিডিওতে দেখা যায় একজন পুরুষ নগ্ন হয়ে বিছানায় শুয়ে রয়েছেন অন্যদিকে এক মহিলা সেখানে গিয়ে নিজের পোশাক খুলে মিলন প্রক্রিয়া শুরু করলেন৷ এর আগেও একাধিকবার জুম কল চলাকালীন এই ধরণের নক্কারজনক ঘটনা ঘটেছে, ফের একবার সেই ধরণের ঘটনা ঘটায় আলোচনা তুঙ্গে৷ Photo-Representative