TRENDING:

El Niño: শক্তিশালী ‘এল নিনো’ ফেলবে মারাত্মক প্রভাব! বন্যায় ভেসে যাবে উপকূল, ভয়ানক কাণ্ড

Last Updated:
El Niño:বলা হয়, এল নিনোর প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা লাফিয়ে লাফিয়ে বাড়ে৷
advertisement
1/5
শক্তিশালী ‘এল নিনো’ ফেলবে মারাত্মক প্রভাব! বন্যায় ভেসে যাবে উপকূল, ভয়ানক কাণ্ড
‘এল নিনো’-এর প্রভাবে পরিবেশে মারাত্মক ভাবে পড়তে চলেছে৷ এমনই বলছেন, নাসার বিজ্ঞানীরা৷ আর সেই প্রভাবে পরিবেশ আমূল পাল্টে যেতে পারে৷ ২০৩০ সালের পর থেকেই এই বিপুল পরিবর্তন হতে পারে৷ (প্রতীকী ছবি)
advertisement
2/5
এই শীতকালে শক্তিশালী এল নিনো ধেয়ে আসতে পারে৷ শীতকাল জুড়ে এই এল নিনো তৈরি হতে পারে৷ এর ফলে সাগরে ক্রমে হাই-টাইড বা জোয়ার তৈরি হতে পারে৷ এর ফলে সাগর তীরবর্তী এলাকার রাস্তা, ইত্যাদি জলের তলায় যেতে পারে৷ (প্রতীকী ছবি)
advertisement
3/5
বলা হয়, এল নিনোর প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা লাফিয়ে লাফিয়ে বাড়ে৷ এর ফলে তৈরি হয় নানারকম সমস্যা৷ সাগর ফেরত এই ঝড়জলের পিছনেও এল নিনোই কাজ করছে৷ আমেরিকার বিভিন্ন অংশে, যেগুলি মার্কিন উপকূল ভাগের অংশ, সেখানেই এই বিপুল বিপদ দেখা দিচ্ছে৷ (প্রতীকী ছবি)
advertisement
4/5
নাসার বিজ্ঞানীরা বলেছেন, গত ১০ বছরে পাঁচটি উদাহরণ দেখা গিয়েছে, যে খানে আমেরিকার উপকূলে একাধিক বার বন্যা দেখি দিয়েছে৷ যে পশ্চিম উপকূলে সাধারণত এমন বন্যা দেখা যায় না, সেখানেই বন্যার প্রভাব দেখা গিয়েছে৷ (প্রতীকী ছবি)
advertisement
5/5
.এটিকে টেন ইয়ারস ফ্লাড ইভেন্ট বলেও চিহ্নিত করা হয়৷ অর্থাৎ ১০ টির মধ্যে একটি ক্ষেত্রে বন্যার সম্ভাবনা এক্ষেত্রে থাকে৷ বিজ্ঞানীরা বলছেন, এই সম্ভাবনা প্রবল ভাবেই আছে৷ যে কারণে আমেরিকার উপকূলে এই বন্যার প্রভাব নজরে পড়ে৷ (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/বিদেশ/
El Niño: শক্তিশালী ‘এল নিনো’ ফেলবে মারাত্মক প্রভাব! বন্যায় ভেসে যাবে উপকূল, ভয়ানক কাণ্ড
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল