TRENDING:

Tawhid Afridi: বাংলাদেশের আফ্রিদি, হয়ে উঠছেন 'এলিজেবল ব্যাচেলর'! কী করেন তিনি?

Last Updated:
Tawhid Afridi: ‘এমপির মেয়ের বিয়েতে মনু’, ‘বরিশালের বিখ্যাত পেয়ারাবাগান’-এর মতো বিপুল জনপ্রিয় ভিডিও তৌহিদ আফ্রিদি তুলে দিয়েছেন ইউটিউবে।
advertisement
1/5
বাংলাদেশের আফ্রিদি, হয়ে উঠছেন 'এলিজেবল ব্যাচেলর'! কী করেন তিনি?
ইউটিউব চ্যানেল খুলেই বাংলাদেশে বিখ্যাত হয়ে উঠেছেন তৌহিদ আফ্রিদি। বাংলাদেশের এই যুবক নিছক বিনোদনের উদ্দেশে ভিডিও তৈরি করেন। এক বছর প্রস্তুতি নিয়ে ২০১৫ সাল থেকে ইউটিউবে ভিডিও প্রকাশ শুরু করেন তিনি। সেসব ভিডিওর মধ্যে রয়েছে ভ্লগ, নাটক, কৌতুক।
advertisement
2/5
‘এমপির মেয়ের বিয়েতে মনু’, ‘বরিশালের বিখ্যাত পেয়ারাবাগান’-এর মতো বিপুল জনপ্রিয় ভিডিও তিনি তুলে দিয়েছেন ইউটিউবে। জানা গেছে, ২০১৫ সালে প্রথম ইউটিউব অ্যাকাউন্ড ওপেন করলেও তৌহিদ আফ্রিদি কাজ শুরু করেন ২০১৬ সাল থেকে। মাত্র এক বছরের মধ্যেই এক লাখ ভিউয়ার্স হয়ে যায় তাঁর চ্যানেলের। ২ বছরের মধ্যেই তাঁর সাবস্ক্রাইব হয়ে যায় ১০ লাখ। আর এখন তিনি বাংলাদেশের শীর্ষ স্থানে থাকা ইউটিউবার।
advertisement
3/5
এর আগে মজার মজার ভাবনা আর দারুণ সব ভিডিও দিয়ে দীর্ঘদিন বাংলাদেশবাসীর মন জয় করে নিয়েছিলেন সলমান মোক্তাদি। কিন্তু তাঁকেও ছাপিয়ে গিয়েছে আফ্রিদি।
advertisement
4/5
স্বাভাবিক কারণেই বাংলাদেশে এখন অন্যতম এলিজেবল ব্যাচেলর হয়ে উঠেছেন এই সুপুরুষ ইউটিউবার। বিয়ের প্রস্তাব আসছে বহু। ইতিমধ্যে সিনেমা জগতেও পা রেখেছেন তিনি। অভিনেত্রীদের সঙ্গেও নাম জড়িয়ে তাঁর।
advertisement
5/5
আফ্রিদির বাবা মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। আফ্রিদির বলেন, ‘বাবা আমার সবচেয়ে বড় সমালোচক। এখনও তিনি আমার প্রতিটি ভিডিও দেখেন। প্রতিটি দৃশ্য ধরে ধরে সমালোচনা করেন। আমি ইউটিউবটা বুঝতে শুরু করেছি বাবার কাছ থেকেই।'
বাংলা খবর/ছবি/বিদেশ/
Tawhid Afridi: বাংলাদেশের আফ্রিদি, হয়ে উঠছেন 'এলিজেবল ব্যাচেলর'! কী করেন তিনি?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল