২১ ফেব্রুয়ারি: ঢাকার রাস্তায় আলপনা আঁকলেন 'রাজলক্ষ্মী'
- Published by:Shubhagata Dey
Last Updated:
ঢাকার রাস্তায় আলপনা আঁকলেন 'রাজলক্ষ্মী'
advertisement
1/6

*ফিরে দেখা 'অমর ২১'।
advertisement
2/6
*১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পাক পুলিশ তাঁদের উপর গুলি চালায়। প্রাণ হারান বেশ কয়েকজন। সেই 'অমর একুশে' প্রতি বছরের মত এবারও মহাসাড়ম্বরে পালিত হল ঢাকায়।
advertisement
3/6
*সাধারণ মানুষের সঙ্গে সামিল হলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও।
advertisement
4/6
*মাতৃভাষার জন্য রক্ত ঝরিয়ে আদায় করেছিলেন প্রাপ্য মর্যাদা। সেই দিনেই ঢাকার রাস্তায় সবাই মিলে আঁকলেন একুশের আলপনা।
advertisement
5/6
* ২০ ফেব্রুয়ারি সন্ধ্যে ৭ টা থেকে ১২ টা পর্যন্ত ঢাকার রবীন্দ্র সরণি বটতলায় আয়োজন হয়েছিল এই অনুষ্ঠানের। গানে, কবিতায়, আলোচনায় জ্যোতিকা জ্যোতি-সহ বিশিষ্টরা পালন করলেন 'অমর একুশে'। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ?
advertisement
6/6
*বিশ্বের কোনও বাঙালি ভুলতে পারে না এই দিনটার কথা। শুধু কি তাই ১৯৯৭ সাল থেকে সারা বিশ্ব এই দিনটাকে পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। এই বছর আবার বঙ্গবন্ধু মুজিবর রহমানের শতবর্ষ উদযাপন হচ্ছে বাংলাদেশ জুড়ে। শোনা যাচ্ছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগল পরিচালিত 'বঙ্গবন্ধু'র বায়োপিকে তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছেন প্রদীপ্ত ভট্টাচার্যর 'রাজলক্ষী'