Operation Bunyan ul Marsoos meaning: অপারেশন সিঁদুরের পাল্টা পাকিস্তান সেনার 'অপারেশন বুনয়ান আল মারসুস'! জানেন এর অর্থ কী?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Operation Bunyan ul Marsoos meaning: পাক জেনারেল আসিম মুনির অপারেশন সিঁদুরের পাল্টা ঘোষণা করেছেন 'বুনয়ান আল মারসুস'। জানেন এই শব্দবন্ধের অর্থ কী?
advertisement
1/5

অপারেশন সিঁদুরের পরে পাল্টা আক্রমণে গিয়েছে পাকিস্তান। ভারতের বিভিন্ন রাজ্যে আক্রমণ করে নিরীহ মানুষদের হত্যা করেছে পাক সেনা। পাক জেনারেল আসিম মুনির অপারেশন সিঁদুরের পাল্টা ঘোষণা করেছেন 'বুনয়ান আল মারসুস'।
advertisement
2/5
মুল্লা জেনারেল কিছুদিন আগে ইসলামাবাদে দেওয়া বক্তৃতা অনুযায়ী এই অপারেশনের নাম রেখেছেন। সংবাদমাধ্যম আল জাজিরাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুনিয়ান শব্দের অর্থ ভবন, মারসুস শব্দের অর্থ ভবন। ‘বুনয়ান আল মারসুস’ মানে হলো শক্তিশালী ভবন। ছবি-এক্স
advertisement
3/5
জেনারেল আসিম মুনির ১০ মে ২০২৫ এর ভোরে বুনয়ান আল মারসুস শুরু করেন। তার দাবি হলো এর অধীনে পাক এয়ার ফোর্স পাঠানকোট, উধমপুর এয়ারবেসে আক্রমণ করেছে। ভারতের বিদেশ সচিব শুক্রবার বলেছিলেন, স্কুল, ধর্মীয় প্রতিস্থাপনাগুলিতে হামলা চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের হামলার জেরে ইতিমধ্যেই বহু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।
advertisement
4/5
এর আগে পাকিস্তান ১৯৯৯ সালে অপারেশন বদর শুরু করে পাকিস্তান। কারগিল যুদ্ধের সময় এই অভিযানে পাকিস্তান কারগিলের উঁচু চূড়াগুলো দখল করে। এর উদ্দেশ্য ছিল লাদাখের রাস্তা কেটে দেওয়া। ভারত অপারেশন বিজয় দিয়ে জবাব দেয়। পাকিস্তানকে পিছু হটতে হয়।
advertisement
5/5
পরিশেষে, রাষ্ট্রপতি যে কোনও সময় পরবর্তী ঘোষণার মাধ্যমে জরুরি অবস্থা প্রত্যাহার করতে পারেন। ৪৪তম পাকিস্তান অপারেশন চেঙ্গিজ খান (১৯৭১) শুরু করে ৩ ডিসেম্বর ১৯৭১-এ। পাকিস্তান ভারতের ১১ এয়ারবেসে আক্রমণ করে। অমৃতসর এবং আগ্রাকে লক্ষ্য করে। এর উদ্দেশ্য ছিল ভারতের বিমান বাহিনীকে ধ্বংস করা। এই যুদ্ধে জেতে ভারত, জন্ম হয় বাংলাদেশের। (Photo: AP)