TRENDING:

Nepal PM KP Oli Resignation: শ্রীলঙ্কা, বাংলাদেশের পর একই পথে নেপাল! জনরোষের সামনে বার বার অসহায় শাসক, দুদিনেই পতন ওলি সরকারের

Last Updated:
Nepal PM KP Oli Resignation: শ্রীলঙ্কা, বাংলাদেশের পরে একই পথে নেপাল। তরুণ প্রজন্মের প্রতিবাদের সামনে এবার হার মানল নেপাল সরকার। এক বছর আগেই একই দৃশ্য দেখা গিয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে।
advertisement
1/6
শ্রীলঙ্কা, বাংলাদেশের পথে নেপালও! জনরোষের সামনে অসহায় শাসকরা, দুদিনেই পতন ওলি সরকারের
শ্রীলঙ্কা, বাংলাদেশের পরে একই পথে নেপাল। তরুণ প্রজন্মের প্রতিবাদের সামনে এবার হার মানল নেপাল সরকার। এক বছর আগেই একই দৃশ্য দেখা গিয়েছিল বাংলাদেশের ক্ষেত্রে। Image: PTI
advertisement
2/6
বাংলাদেশে দুর্নীতি, স্বৈরাচার-সহ একাধিক ইস্যুতে হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ হয়, সেই বিক্ষোভেও মূল ভূমিকায় দেখা গিয়েছিল তরুণ প্রজন্মকেই। বহু প্রতিবাদীর প্রাণ যায় সেই বিক্ষোভে, ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। সরকারের পতন ঘটার পরে পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। Image: PTI
advertisement
3/6
বছর ঘুরতে না ঘুরতেই একই ঘটনা দেখা গেল নেপালে। দুর্নীতি, অপশাসন এবং সমাজমাধ্যমে নিষেধাজ্ঞার ইস্যুতে কেপি ওলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছিল তরুণ প্রজন্ম। বিক্ষোভ থামাতে গুলিও চালায় সেনা। Image: PTI
advertisement
4/6
সেনার গুলিতে নেপালে মৃত্যু হয় অন্তত ১৯ জন বিক্ষোভকারীর। সেই সঙ্গে বহু মানুষ আহত হন। তবে ক্ষমতার প্রদর্শন করেও নেপাল সরকারের পতন আটকাতে পারলেন না কেপি ওলি। পদত্যাগ করে প্রাণ বাঁচাতে তিনিও দেশ ছাড়তে পারেন। Image: AP
advertisement
5/6
গত বছর ঠিক যেই কায়দায় শেখ হাসিনার বাড়ি, সংসদের দখল নিয়েছিল জনতা, একই ভাবে নেপালেও রাষ্ট্রপ্রতি-প্রধানমন্ত্রীর বাসভবন এবং সংসদের দখল নিয়েছে বিক্ষুব্ধ জনতা।
advertisement
6/6
গণ আন্দোলনের একই চিত্র দেখা গিয়েছিল ২০২২ সালে শ্রীলঙ্কায়। তখনও দুর্নীতি, অপশাসন-সহ রাজাপক্ষে সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে বিক্ষোভে নামে সাধারণ মানুষ, সেখানেও ফল হয় একই পতন ঘটে শ্রীলঙ্কা সরকারের। Image: Reuters
বাংলা খবর/ছবি/বিদেশ/
Nepal PM KP Oli Resignation: শ্রীলঙ্কা, বাংলাদেশের পর একই পথে নেপাল! জনরোষের সামনে বার বার অসহায় শাসক, দুদিনেই পতন ওলি সরকারের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল