বাঁশ সংগ্রহ করছিলেন রোহিঙ্গারা, তখনই হেলিকপ্টার হামলা! মৃত প্রায় ৩০ রোহিঙ্গা
Last Updated:
advertisement
1/5

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার হামলায় অন্তত ৩০ রোহিঙ্গা মুসলিমের প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। photo source collected
advertisement
2/5
সাই জলপ্রপাতের কাছে বাঁশ সংগ্রহ করছিলেন গ্রামের বাসিন্দারা। এমন সময় মিয়ানমার সেনাবাহিনী হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে। photo source collected
advertisement
3/5
মিয়ানমার সরকার দাবি গত সপ্তাহের এই হামলায় মাত্র ছয়জনের প্রাণহানি ঘটেছে। বুথিডংয়ে গত বুধবার সেনাবাহিনী আরাকান আর্মি-সহ অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে। এতে ছয় রোহিঙ্গা নিহত ও আরও ৯ জন আহত হয়েছে। photo source collected
advertisement
4/5
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা এখন তথ্য পাচ্ছি যে, মিয়ানমার সরকার নিহতের যে তথ্য দিয়েছে, সেই সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে। photo source collected
advertisement
5/5
রাখাইনে হামলায় নিহতের সংখ্যা ৩০ হতে পারে বলে অসমর্থিত সূত্রের তথ্য হাতে এসেছে। photo source collected