advertisement
1/6

মেগান মার্কেল কী সন্তানসম্ভবা ৷ এই নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে ৷ কিন্তু সাম্প্রতিক ঘটনাক্রম যেভাবে চলছে তাতে এই সম্ভবনা খুবই জোরালো হচ্ছে ৷ Photo Courtesy : AP
advertisement
2/6
বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই ডাচেস অফ সাসেক্সকে ঘিরে জল্পনা শুরু হয়েছিল ৷ কবে রয়্যাল পরিবারে বংশধর আসবে তাঁর গর্ভ থেকে ৷ Photo Courtesy : AP
advertisement
3/6
জল্পনার শুরু মেগানের চুল স্ট্রেট করা নিয়ে ৷ মেগানের বাবা ককেশিয়ান ও মা অ্যাফ্রো আমেরিকান ৷ তাই তার চুল ঘন ও কোঁকড়ানো তাই বরাবরাই চুল স্ট্রেট করান তিনি ৷ তবে এবার যেই তিনি চুল স্ট্রেট করিয়েছেন তখনই রয়্যাল পরিবারের নিকটস্থদের মত এটাই তাঁর ভাবী সন্তান আসার সিগন্যাল ৷ Photo Courtesy : AP
advertisement
4/6
মেগানের মা নাকি মার্কিন মুলুক ছেড়ে ব্রিটেনে আসার প্ল্যান করছেন ৷ মেয়ের প্রথম সন্তানে যাতে সব ঠিক থাকে তারই দেখভালে আসছেন কী ডোরিয়া ৷ Photo Courtesy : AP
advertisement
5/6
বাড়িতে নার্সারি -র কাজ শুরু করেছেন হ্যারি যা মেগানের মাতৃত্বের সম্ভবনায় আরও জোর আগুন লাগিয়েছে ৷ Photo Courtesy : AP
advertisement
6/6
আর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তো হ্যারি -মেগান দু’জনেই জানিয়েছিলেন দ্রুত পরিবার বাড়াতে চান তারা ৷ ব্যস আর কী এবার উইলিয়ামের তিন ইতিমধ্যেই হয়ে গেছে এবার হ্যারির ইনিংস শুরু হলেই হয় ৷ Photo Courtesy : AP