TRENDING:

Earthquake and Tsunami Alert: সাত সকালেই শক! ৭.৪ মাত্রার প্রবল ধাক্কায় তোলপাড়, এক ঘণ্টার মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে সুনামির বিশাল বড় ঢেউ

Last Updated:
Massive Earthquake: চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আতঙ্কে ভুগছে গোটা দেশ, দেশবাসী
advertisement
1/5
সাত সকালেই শক! ৭.৪ মাত্রার প্রবল ধাক্কায় তোলপাড়, এক ঘণ্টার মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে
: সাত সকালেই প্রবল ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠল ফিলিপিন্স৷ অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সকালে দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে৷ অতি শক্তিশালী মাত্রার ভূকম্পনে পুরো অঞ্চল ভয়ানকভাবে কেঁপে ওঠে। মার্কিন ভূগর্ভ সংরক্ষণ (ইউএসজিএস) অনুসারে, স্থানীয় সময় সকাল ৯:৪৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল দাভাও ওরিয়েন্টাল প্রদেশের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে।
advertisement
2/5
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটি ৬২ কিলোমিটার (৩৮.৫৩ মাইল) গভীরে ছিল। প্রথম সুনামির ঢেউ ১০ অক্টোবর ২০২৫ (PST) সকাল ৯:৪৩:৫৪ থেকে ১১:৪৩:৫৪ এর মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। "এই ঢেউ কয়েক ঘণ্টা ধরে চলতে পারে, ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি সতর্ক করেছে।"
advertisement
3/5
"স্থানীয় সুনামির পরিস্থিতির ডাটাবেসের উপর ভিত্তি করে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার তরঙ্গের উচ্চতা অনুভব করার সম্ভাবনা রয়েছে এবং আবদ্ধ উপসাগর এবং প্রণালীতে এটি বেশি হতে পারে," বিভাগটি জানিয়েছে। মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টালের মানয় শহরের কাছে জলে আঘাত হানা শক্তিশালী উপকূলীয় ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি এবং আফটারশকের বিষয়ে সতর্ক করেছে ফিভোলক্স সংস্থা। Input- Department Of Science and Technology Philippine Institute Of Volcanology and Seismology
advertisement
4/5
মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থাও সুনামির অ্যালার্ট জারি করে বলেছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) মধ্যে অবস্থিত উপকূলে বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। Photo - Representative
advertisement
5/5
গত সপ্তাহে, ফিলিপাইনের সেবু প্রদেশ ৬.৯ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে, যাতে কমপক্ষে ৭৪ জন নিহত এবং বহু লোক আহত হয়। শক্তিশালী সেই ভূমিকম্পে বান্তায়ানে অবস্থিত সেন্ট পিটার দ্য অ্যাপোস্টেলের শতাব্দী প্রাচীন প্যারিশকেও ধ্বংস করে দেয়, যা কম্পনের প্রভাবে ভেঙে পড়ে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Earthquake and Tsunami Alert: সাত সকালেই শক! ৭.৪ মাত্রার প্রবল ধাক্কায় তোলপাড়, এক ঘণ্টার মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে সুনামির বিশাল বড় ঢেউ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল