Ukraine Crisis: ইউক্রেন নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত, পূর্ব ইউরোপে অশান্তির আশঙ্কা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Ukraine Crisis: এ ছাড়া ভারতের পক্ষ থেকে ইউক্রেনে পাঠরত ভারতীয় পড়ুয়াদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
advertisement
1/5

ইউক্রেনে উদ্ভুত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের সমস্যা এবং ইউক্রেনের পূর্ব সীমান্ত জুড়ে বিভিন্ন ঝামেলার ঘটনা যথেষ্ট উদ্বেগের। হতে পারে এই ঘটনা মহাদেশের বেশি কিছু অংশের শান্তি বজায় রাখার পথে সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
advertisement
2/5
ভারতের পক্ষ থেকে রাষ্ট্রপুঞ্জে বলা হয়েছে, এখনই দু দেশের অস্ত্র নামিয়ে রাখা উচিত। ভারত বলেছে, সমস্ত দেশের স্বার্থেই বর্তমানে তৈরি হওয়া অশান্তির পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে দুই দেশকে। এই অঞ্চলে দীর্ঘকালীন নিরাপত্তার ও শান্তির জন্য সিদ্ধান্ত নিতে হবে দুই দেশকে।
advertisement
3/5
এ ছাড়া ভারতের পক্ষ থেকে ইউক্রেনে পাঠরত ভারতীয় পড়ুয়াদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারত জানিয়েছে, ২০ হাজারের বেশি ভারতীয় নাগরিক, যার মধ্যে পড়ুয়ারাও রয়েছেন, থাকেন ইউক্রেনে, তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
advertisement
4/5
ইউক্রেনের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়েছে সোমবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণের পর থেকে। কারণ এর আগে গোপনে ইউক্রেনের রুশপন্থীদের সমর্থন করলেও সোমবার রাতে প্রকাশ্যে সমর্থন করেছেন পুতিন।
advertisement
5/5
তিনি বলেছেন, ইউক্রেনের অন্দরে যে ঝামেলা চলছে, সেই ঝামেলা মিটিয়ে শান্তি ফেরাতেই হস্তক্ষেপ করতে চায় রাশিয়া।