TRENDING:

India Pakistan Tension: গোটা বিশ্বের সামনে রোজ মুখ খুলছেন পাকিস্তান সেনার যে মুখপাত্র, তিনি নিজে জঙ্গির ছেলে, যোগ লাদেনের সঙ্গে! ভয়ঙ্কর সত্য সামনে

Last Updated:
Pakistan Army's DG ISPR ahmad shareef Chaudhry: এই মূহূর্তে পাকিস্তান সেনার মুখপাত্র, থ্রি স্টার লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী, যিনি ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স-এর ২২তম ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন, তিনি নিজে একজন রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গির ছেলে।
advertisement
1/12
পাকিস্তান সেনার মুখপাত্র, নিজে জঙ্গির ছেলে! যোগ লাদেনের সঙ্গে, ভয়ঙ্কর সত্য সামনে
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাকিস্তানের লজ্জার আর শেষ থাকল না। কেন বার বার পাকিস্তানকে জঙ্গিবাদের কারখানা বলা হয় তার সবচেয়ে বড় প্রমাণ হাতেনাতে মিলল। কীভাবে? (Image Courtesy- X)
advertisement
2/12
জানলে শিউরে উঠবেন যে, এই মূহূর্তে পাকিস্তান সেনার মুখপাত্র, থ্রি স্টার লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরী, যিনি ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স-এর ২২তম ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন, তিনি নিজে একজন রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গির ছেলে। (Image Courtesy- X)
advertisement
3/12
গোটা বিশ্বের কাছে রোজ ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে পাকিস্তান সেনার মুখপাত্র হিসেবে বার্তা দিচ্ছেন লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরী। সেই পাক সেনার সঙ্গে যোগ খুঁজে পাওয়া গিয়েছে আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেনের। (Image Courtesy- X)
advertisement
4/12
কারণ, পাকিস্তান সেনার মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরীর বাবা রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গি সুলতান বাশিরুদ্দিন মাহমুদের ছেলে। পাক সেনার মুখপাত্রের শরীরেই বইছে জঙ্গির রক্ত। (Image Courtesy- X)
advertisement
5/12
কে এই সুলতান বাশিরুদ্দিন মাহমুদ? কীভাবে তার সঙ্গে ওসামা বিন লাদেনের যোগ? (Image Courtesy- X)
advertisement
6/12
ভারতের জঙ্গিদমন মিশন নিয়ে প্রতিদিন বিশ্বের মিডিয়ার সামনে পাকিস্তানকে 'জঙ্গি কার্যকলাপের শিকার' বলে দাবি করেন জেনারেল চৌধরী। আশ্চর্যের বিষয় হল, সেই দেশের সেনার উচ্চ পদাধিকারী এই অফিসার, পাক সেনার মুখ নিজেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের আল-কায়দা জঙ্গিতালিকায় থাকা জঙ্গি সুলতান বাশিরুদ্দিন মাহমুদের ছেলে। (Image Courtesy- X)
advertisement
7/12
এই মুহূর্তে পাকিস্তান সেনার প্রধান আসিম মুনির বা পাক সেনার মুখপাত্র জেনারেল চৌধরীর বাবা সুলতান বাশিরুদ্দিন মাহমুদের জঙ্গিযোগের কাহিনি ব্যতিক্রম নয়। পাক সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদ ওতপ্রতোভাবে জুড়ে থাকার উদাহরণ মাত্র। (Image Courtesy- X)
advertisement
8/12
জেনারেল আহমেদ শরিফ চৌধরীর বাবা সুলতান বাশিরুদ্দিন মাহমুদ একজন পরমাণু বিজ্ঞানী ছিল। যে পরবর্তীতে পশ্চিমী দুনিয়াকে ভয় দেখাতেই ব্যস্ত হয়ে পড়েছিল এবং যোগ তৈরি করেছিল ওসামা বিন লাদেনের সঙ্গে। (Image Courtesy- X)
advertisement
9/12
পাকিস্তানের পরমাণু বোমা তৈরির জনক যেমন বলা হয় আবদুল কাদির খানকে, তেমনই সুলতান বাশিরুদ্দিন মাহমুদ এই গোটা কার্যকলাপে একটি গুরুত্বপূর্ণ পদে কাজ করেছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও গুপ্তচর সংস্থা সিআইএ-র হাতেও বার বার উঠে এসেছে বাশিরুদ্দিন ও লাদেন যোগের প্রমাণ। (Image Courtesy- X)
advertisement
10/12
২০০১ সালে আমেরিকায় ৯/১১ হামলার পর বাশিরুদ্দিনকে ডিসেম্বর মাসে সরকারি ভাবে জঙ্গি ঘোষণা করে রাষ্ট্রসংঘ। তালিবান ও আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের সঙ্গে যোগের প্রমাণের কারণেই বাশিরুদ্দিনকে জঙ্গি ঘোষণা করা হয়। (Image Courtesy- X)
advertisement
11/12
সুলতান বাশিরুদ্দিন মাহমুদের বিরুদ্ধে অভিযোগ, তালিবান ও আল কায়দাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা, যেমন-- অর্থসাহায্য, পরিকল্পনা তৈরি, অস্ত্রের যোগান তৈরি বা অস্ত্র পেতে সাহায্য, জঙ্গি কার্যকলাপে মদত দেওয়া। (Image Courtesy- X)
advertisement
12/12
সরাসরি ওসামা বিন লাদেনের সঙ্গে দেখা করারও প্রমাণ পেয়েছিল এফবিআই ও সিআইএ। সুলতান বাশিরুদ্দিন মাহমুদকে জেরাও করেছিলেন মার্কিন গোয়েন্দারা। (Image Courtesy- X)
বাংলা খবর/ছবি/বিদেশ/
India Pakistan Tension: গোটা বিশ্বের সামনে রোজ মুখ খুলছেন পাকিস্তান সেনার যে মুখপাত্র, তিনি নিজে জঙ্গির ছেলে, যোগ লাদেনের সঙ্গে! ভয়ঙ্কর সত্য সামনে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল