India Bangladesh relations: হাসিনার পতন আন্দাজ করেছিল ভারত? ইউনূসের দুর্দশাও নিহিত ছিল দিল্লির সতর্কবার্তায়! কানেই নেননি মুজিবকন্যা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India Bangladesh relations: জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে পতন ঘটে হাসিনার সরকারের। দেশ জেরে ভারতে আশ্রয় নিতে হয় হাসিনাকে। চাপে রয়েছেন ইউনূসও। কিন্তু ভারত কি ভবিষ্যৎ জানত? সতর্কবার্তা দিয়েছিল আগেই, কানে নেননি হাসিনা।
advertisement
1/5

জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে পতন ঘটে হাসিনার সরকারের। দেশ জেরে ভারতে আশ্রয় নিতে হয় হাসিনাকে। হাসিনার পতনের পরেই বাংলাদেশে গুরুত্ব পায় ওয়াকার উজ্জামানের বাংলাদেশ সেনা।
advertisement
2/5
সেনার পতনের পরে ইউনূসের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা হলেও সেনার চাপের মুখে বিভিন্ন সময়ে নতি শিকার করতে হয়েছে। একবার তো পদত্যাগও প্রায় করে ফেলেছিলেন।
advertisement
3/5
জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে সরকার পড়েছে, বিভিন্ন স্তরে পরিবর্ত হলেও বদলায়নি সেনা প্রধান এবং রাষ্ট্রপতি। কিন্তু হাসিনার আমলেই এই সেনা প্রধানকে নিয়োগ করা নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছিল ভারত।
advertisement
4/5
ভারত ওয়াকার উজ্জামানকে সেনাপ্রধান করতে নিষেধ করেছিল, কারণ ওয়াকার পাকিস্তানপন্থী। ওয়াকারের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ আগেও ছিল। তাই ওয়াকার এলে শুধু দিল্লি নয়, বিপদ হতে পারে ঢাকারও।
advertisement
5/5
বাস্তবে বাংলাদেশের বিভিন্ন সিদ্ধান্তে পাকিস্তানের হাত লক্ষ্য করা গিয়েছে। হাসিনার আমলে ঢাকার সিদ্ধান্তে ইসলামাবাদের প্রভাব কমই ছিল। হাসিনার পতনের পরেই পাকিস্তানে গিয়েছিলেন ওয়াকার। ওয়াকারের সিদ্ধান্ত নিয়ে চাপে পড়তে হচ্ছে ইউনূসকেও।