মাতৃভাষা দিবসে বাংলাদেশে মৃত্যুমিছিল, অগ্নিকাণ্ডে প্রাণ হারাল ৭০ জন
Last Updated:
advertisement
1/22

বাংলাদেশে বিধ্বংসী আগুন। ঢাকার চকবাজারে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। (Image: AP)
advertisement
2/22
বহুতলে প্রচুর প্লাস্টিক ও রাসায়নিক মজুত ছিল। যার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। (Image: AP)
advertisement
3/22
লেলিহান শিখার গ্রাসে চলে যায় বহুতল লাগোয়া চারটি বাড়িও। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। (Image: AP)
advertisement
4/22
ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। (Image: AP)
advertisement
5/22
খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের ১২টি ইঞ্জিন। পরে আরও ইঞ্জিন যায়। (Image: AP)
advertisement
6/22
ঘটনাস্থলে পৌঁছন দমকল ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। (Image: AP)
advertisement
7/22
২০০ জন দমকল কর্মী মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। (Image: AP)
advertisement
8/22
ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি ও দোকানও সম্পূর্ণ পুড়ে গিয়েছে। (Image: AP)
advertisement
9/22
সকালে হেলিকপ্টার করে উপর থেকে জল ছিটানো হয়। তারপর আগুন আর দেখা যাচ্ছে না। (Image: AP)
advertisement
10/22
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত ৪০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে অগ্নিদগ্ধ ৯ জন রয়েছেন বার্ন ইউনিটে। (Image: AP)
advertisement
11/22
আগুন লাগার কিছুখনের মধ্যে চার তলা বহুতলটির সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে (Image: AP)
advertisement
12/22
বুধবার রাত ১০.৩০টা নাগাদ আগুণ লাগে চকবাজারের ঘিঞ্জি এলাকায়। (Image: AP)
advertisement
13/22
অগ্নিকাণ্ডে আহত হয়েছে কমপক্ষে ৫০ জন (Image: AP)
advertisement
14/22
আগুণে পুড়ে ছাই হয়ে গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা দু’টি গাড়ি ও ১০টি রিকশাও । (Image: AP)
advertisement
15/22
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন। (Image: AP)
advertisement
16/22
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, ‘আগুনে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সাহায্য করা হবে৷’ (Image: AP)
advertisement
17/22
প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। (Image: AP)
advertisement
18/22
বাংলাদেশের ঘটনায় ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷ (Image: AP)
advertisement
19/22
ট্যুইট করে মুখ্যমন্ত্রী লিখলেন, ‘বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত হলাম। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি৷’ (Image: AP)
advertisement
20/22
আগুনে পুড়ে মৃতদের সংখ্যা বেড়েই চলছে অনবরত ৷ স্বজ্জন হারানো মানুষের কান্নার আওয়াজে গোটা ঢাকা শোকস্তব্ধ ৷ (Image: AP)
advertisement
21/22
এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড আগে দেখেনি বাংলাদেশ ৷ শোকের ছায়া নেমেছে গোটা ঢাকা জুড়ে ৷ (Image: AP)
advertisement
22/22
কান পাতলেই শোনা যাচ্ছে চেনা-অচেনা মানুষের কান্না শব্দ ৷ শুধুই স্বজ্জন হারানো বেদনা ৷ (Image: AP)