TRENDING:

সবচেয়ে বেশি ডাউনলোড হয়ে রেকর্ড গড়েছিল তাঁর ছবি, এখন কোথায় এই ন্যুড মডেল?

Last Updated:
advertisement
1/8
সবচেয়ে বেশি ডাউনলোড হয়ে রেকর্ড গড়েছিল তাঁর ছবি, এখন কোথায় এই ন্যুড মডেল?
• তিনি আমেরিকান ন্যুড মডেল, পাশাপাশি পর্ন স্টারও ৷ একসময় ‘গিনিস বুক অব রেকর্ড’-এ উঠেছিল তাঁর নাম ৷ তিনি ড্যানি অ্যাশে ৷
advertisement
2/8
• ১৯৬৮ সালের ১৬ জানুয়ারি আমেরিকার দক্ষিণ ক্যারোলিনার বিউফোর্টে জন্মগ্রহণ করেন ড্যানি ৷ অল্প বয়স থেকেই নেমে পড়েছিলেন পেশায় ৷ ডান্সার হিসেবে জনপ্রিয় হন ড্যানি ৷
advertisement
3/8
• পরে পর্ন ছবির জনপ্রিয় নায়িকা হয়ে যান ড্যানি ৷ ১৯৯৫ সালে 'ড্যান্নিজ হার্ড ড্রাইভ' বা 'ড্যান্নি ডট কম' নামক একটি ওয়েবসাইট খোলেন তিনি ৷
advertisement
4/8
• তারপর থেকেই রাতারাতি ইন্টারনেটের সেনসেশন হয়ে ওঠেন অ্যাশে। সে সময়ে আমেরিকার বড় বড় ম্যাগাজিনগুলোর সঙ্গে টক্কর দিচ্ছিল 'ড্যান্নি ডট কম'।
advertisement
5/8
• ২০০৪ সালে আমেরিকান মিডিয়া ইনভেস্টার জন মরিসানোকে নিজের ওয়েবসাইটটি বিক্রি করে দেন ড্যান্নি। লোকচক্ষুর অন্তরালেও চলে যান সেই সময় থেকেই। এখনও ইন্টারনেটে ড্যান্নি অ্যাশের যে ছবিগুলো পাওয়া যায়, তার অধিকাংশই ওই ১৯৯৫-২০০০ সালের মধ্যেই তোলা হয়েছিল।
advertisement
6/8
• এ বছর ৫০ এ পা দিলেন একসময়ের এই পর্ন স্টার। তবে আজও ড্যান্নির কোনও খোঁজ নেই।
advertisement
7/8
• এই ওয়েবসাইটের সুবাদেই ২০০১ সালে ৪৭ কোটি টাকার মতো রোজগার করেন ড্যান্নি অ্যাশে। আর তার পরেই 'গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড'-এরও নজরে পড়ে যান এই পর্ন তারকা। ২০০০ সালের ডিসেম্বরে, 'মোস্ট ডাউনলোডেড উইমেন অন দ্য ইন্টারনেট' খেতাবও জিতে নেন ড্যান্নি।
advertisement
8/8
• সে বছর ৯৯ কোটি ৩০ লাখ ডাউনলোডের সুবাদে সিন্ডি মারগোলিসের পুরনো রেকর্ডটি ভেঙে চুরমার করে দেন এই পর্ন স্টার।
বাংলা খবর/ছবি/বিদেশ/
সবচেয়ে বেশি ডাউনলোড হয়ে রেকর্ড গড়েছিল তাঁর ছবি, এখন কোথায় এই ন্যুড মডেল?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল