Human infected in Bird Flu|| করোনার পর মানুষের শরীরে প্রথমবার বার্ড ফ্লু-য়ের হানা! কোথায় মিলেছে আক্রান্তের খোঁজ?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Human infected in Bird Flu: করোনা আতঙ্ক যখন ফের বাড়তে শুরু করেছে, চতুর্থ ঢেউ আছড়ে পড়ার অপেক্ষায় দিন গুনছে মানুষ, ঠিক সেই সময়ে 'বার্ড ফ্লু'-এ আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এল আজ বুধবার।
advertisement
1/7

*কথায় বলে, 'একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর'। করোনা আতঙ্ক যখন ফের বাড়তে শুরু করেছে, চতুর্থ ঢেউ আছড়ে পড়ার অপেক্ষায় দিন গুনছে মানুষ, ঠিক সেই সময়ে 'বার্ড ফ্লু'-এ আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এল আজ বুধবার। এক চার বছরের শিশুর শরীরে বার্ড ফ্লু-য়ের ভাইরাস মিলেছে। প্রতীকী ছবি।
advertisement
2/7
*চার বছরের ওই শিশু চিনের বাসিন্দা। অর্থাৎ চিনে ছড়াতে শুরু করেছে অ্যাভিয়ান ফ্লুয়ের H3N8 স্ট্রেইন। যদিও বিশেষজ্ঞদের দাবি, এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পরার প্রবণতা কম। প্রতীকী ছবি।
advertisement
3/7
*২০০২ সালে প্রথম অ্যাভিয়ান ফ্লুয়ের H3N8 স্ট্রেইন ের খোঁজ মিলেছিল উত্তর আমেরিকার একাধিক পাখির শরীরে। তারপর একে একে ঘোড়া, কুকুর এবং শীল মাছের শরীরেও এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। কিন্তু মানুষের শরীরে উপস্থিতি এই প্রথম। প্রতীকী ছবি।
advertisement
4/7
*চিনের ন্যাশনাল হেলথ কমিশন মঙ্গলবার জানিয়েছে, এপ্রিলের শুরুর দিকে সেন্ট্রাল হেনান প্রদেশের এক চার বছর বয়সী শিশু জ্বর-সহ একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। নানা পরীক্ষার পরে তাঁর শরীরেঅ্যাভিয়ান ফ্লুয়ের H3N8 স্ট্রেইনের উপস্থিতি মিলেছে। অর্থাৎ সে বার্ড ফ্লু-তে আক্রান্ত। প্রতীকী ছবি।
advertisement
5/7
*আক্রান্ত শিশুর পরিবার ন্যাশনাল হেলথ কমিশনকে জানিয়েছে, বাড়িতেই তাঁরা মুরগি প্রতিপালন করেন। পাশাপাশি, যে এলাকায় তাঁরা বসবাস করেন, সেখানে প্রচুর সংখ্যক বন্য হাঁস রয়েছে। ফলে শিশুটি সরাসরি পাখির থেকে আক্রান্ত হয়েছে। তবে যে স্ট্রেইনে সে আক্রান্ত, তার সংক্রামক ক্ষমতা প্রায় নেই। প্রতীকী ছবি।
advertisement
6/7
*ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, শিশুটির শরীরে ভাইরাস মেলায় পরিবারের নিকট সদস্যদের নানা ধরনের শারীরিক করা হয়। জসিও সেখানে আর কারো শরীরে ভাইরাসের অস্তিত্ব মেলেনি। কমিশনের দাবি, 'এটা বিরল। শিশুটির 'ক্রস স্পিসিস ট্রান্সমিশন' হয়েছে। সাধারণের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পরার এখনও কোনও সম্ভাবনা নেই।' প্রতীকী ছবি।
advertisement
7/7
*তবুও সতর্কতা অবলম্বন জরুরি। তাই বিশেষজ্ঞরা মৃত পাখি এবং মুরগি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তারা অসুস্থ হলে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনওভাবেই গাফিলতি বরদাস্ত নয়। প্রতীকী ছবি।