Cancer Vaccine: সেরে যাচ্ছে ক্যানসার, ১০০% কার্যকর! কেন রাশিয়ার এই ভ্যাকসিনই বদলে দিল পুরো ক্যানসার চিকিৎসা জানেন? সব ক্যানসার রোগী, তাঁদের পরিবার আশায় বুক বাঁধুন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Cancer Vaccine: এই ভ্যাকসিন কাদের জন্য, কীভাবে কাজ করে, ক্যানসারের মারণ-থাবা আটকাতে কতটা সক্ষম?
advertisement
1/9

চলতি বছরেই বড় ঘোষণা করেছেন রাশিয়ার বিজ্ঞানীদের। জানিয়ে দিয়েছেন, ক্যানসারের টিকা তৈরি করে ফেলেছেন তাঁরা, যা মারণরোগে আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগের জন্য তৈরি। রাশিয়ার ফেডাব়্যাল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি (FMBA) এই ঘোষণা করেছে। ইস্টার্ন ইকনমিক ফোরাম-কে নিজেদের সাফল্যের কথা জানিয়েছেন FMBA-র প্রধান ভেরোনিকা স্কভর্ৎসোভা। বিনামূল্যে রোগীদের এই টিকা দেওয়া হবে।
advertisement
2/9
mRNA প্রযুক্তি নির্ভর ক্যান্সার টিকা তৈরি করেছে রাশিয়া। নোভেল করোনাভাইরাসের যে টিকা তৈরি করেছিল রাশিয়া, তাও একই প্রযুক্তিতে তৈরি করা হয়। mRNA টিকা শরীরে কোষগুলিকে প্রোটিন উৎপাদন করতে শেখায়, যার দ্বারা ক্যান্সারের কোষগুলিকে ঠেকানো সম্ভব হয়ে ওঠে। রাশিয়া তাদের ক্যান্সার টিকার নাম রেখেছে Enteromix. (Cancer Vaccine Breakthrough)
advertisement
3/9
এখন প্রশ্ন, এই ভ্যাকসিন কাদের জন্য, কীভাবে কাজ করে, ক্যানসারের মারণ-থাবা আটকাতে কতটা সক্ষম? রাশিয়ার আবিষ্কৃত এই ভ্যাকসিন কি সারা বিশ্বের মানুষের কাছে অত্যন্ত সুখবর ? বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ক্যানসারের যে ভ্যাকসিন আবিষ্কার করেছে, তা কারও যদি ক্যানসার হয়, তখন এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তাতে ক্যানসার রোগী সংক্রমণের হাত থেকে সুরাহা পেতে পারেন তার টিউমারটি শুকিয়ে যেতে পারে অর্থাৎ রোগ ,তার নিরাময়ের পথ দেখাবে এই ভ্যাকসিন। এটি কোনও মতেই ক্যানসারের আটকানোর ভ্যাকসিন নয় অর্থাৎ প্রিভেন্টিভ ভ্যাকসিন নয়।
advertisement
4/9
রাশিয়ার দাবি, এই ভ্যাকসিন প্রয়োগে কিছু ক্ষেত্রে ক্যানসারের ধরনের ওপর নির্ভর করে টিউমারের আকার ৬০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছোট হয়েছে বা সেগুলোর বৃদ্ধি অনেক কমে গেছে। গবেষকরা আরও দেখেছেন যে, এই ভ্যাকসিন যাঁরা গ্রহণ করেছেন তাঁদের বেঁচে থাকার সম্ভাবনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রাথমিকভাবে এই ভ্যাকসিনটি কোলন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হবে বলে সেদেশের বিজ্ঞানীদের দাবি।
advertisement
5/9
রাশিয়ার শীর্ষস্থানীয় মেডিক্যাল গবেষণা কেন্দ্র দ্য গামালেয়া ন্যাশনাল সেন্টার অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির পরিচালক প্রফেসর আলেক্সান্দার লিওনিদোভিচ গিন্টসবার্গ জানিয়েছেন, যাদের ইতোমধ্যে ক্যানসার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেওয়া যাবে। টিকার মূল ওষুধ মানবদেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই মানুষের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে। এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তিই ক্ষতিকর ক্যান্সার কোষগুলোকে প্রথমে শনাক্ত ও পরে ধ্বংস করে।
advertisement
6/9
ক্যানসারের সাধারণত তিনটি স্তর থাকে—প্রাথমিক, মধ্যম ও চূড়ান্ত। প্রাথমিক স্তরে এই টিকা সবচেয়ে বেশি কার্যকর, তবে মধ্যস্তরের ক্যানসার রোগীরাও এই টিকার মাধ্যমে উপকৃত হবেন বলে জানিয়েছেন গিন্টসবার্গ।
advertisement
7/9
রাশিয়ার বেশ কয়েকটি প্রথম সারির ক্যানসার গবেষণাকেন্দ্রের সঙ্গে সমন্বিতভাবে টিকাটি প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রক। গামালিয়া রিসার্চ সেন্টারের তত্ত্বাবধানে টিকার মেডিক্যাল ট্রায়ালও শেষ হয়েছে। ট্রায়ালের ফল পর্যালোচনা করে জানা গিয়েছে, টিউমার গড়ে ওঠা এবং সেখান থেকে ক্যানসারের কোষ সারা দেহে ছড়িয়ে পড়া রোধ করতে নতুন এই টিকার কার্যকারিতা বেশ সন্তোষজনক।
advertisement
8/9
এর আগে চলতি বছরের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘ক্যানসার প্রতিরোধ করতে সক্ষম টিকা তৈরির করার কাজ শেষ করার খুব কাছাকাছি চলে এসেছি আমরা।’
advertisement
9/9
রুশ বিজ্ঞানীরা জানিয়েছেন, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে Enteromix টিকা ১০০ শতাংশ কার্যকর। ফলে ক্যানসারের চিকিৎসায় নয়া দিগন্তের উন্মোচন হল বলে মনে করা হচ্ছে। কারণ এতদিন ক্যান্সারের চিকিৎসা বলতে কেমোথেরাপি, রেডিয়েশনই বুঝতেন সকলে, যাতে শরীর যুঝতে পারে না অধিকাংশ সময়ই। রুশ বিজ্ঞানীদের দাবি Enteromix শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগিয়েই ক্যানসারের কোষকে শনাক্ত এবং ধ্বংস করে। তাদের এই ঘোষণায় সাড়া পড়ে গিয়েছে গোটা বিশ্বে।