ইন্টারনেটে পর্ন দেখেন? হুমকির বিপদ বার্তা মাইক্রোসফট-এর রিপোর্টে!
Last Updated:
advertisement
1/6

ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখছেন? তা হলে টাকা চেয়ে হুমকি ফোনের জন্যও তৈরি থাকুন৷ আমরা নয়, বলছে তথ্যপ্রযুক্তি দুনিয়ার অন্যতম বড় সংস্তা মাইক্রোসফট৷ মাইক্রোসফটের রিপোর্ট বলছে, ইন্টারনেটে বিভিন্ন পর্ন সাইটে ঢুঁ মারা যাদের অভ্যাস, তারা অনেকেই তথ্য ফাঁস করার হুমকি ফোন পেয়েছেন৷ ব্যক্তিগত তথ্য ওই সাইট থেকে হ্যাকাররা হাতিয়ে মোটা টাকা চেয়ে হুমকি ফোন করছে৷
advertisement
2/6
কী ভাবে হ্যাকাররা কাজ করছে? মাইক্রোসফট-এর রিপোর্ট বলছে, সোশ্যাল মিডিয়া থেকে সব তথ্য সংগ্রহ করছে হ্যাকাররা৷ তারপরেই শুরু করছে পণ দাবি করা৷ ফোন করে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে তারা৷
advertisement
3/6
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, ভারতেই এই ধরনের অপরাধ ঘটছে সবচেয়ে বেশি৷ শুধু পর্ন সাইটেই নয়, ফেসবুক, ইউটিউব, ডেটিংসাইট, ম্যাট্রিমনি সাইট থেকেও ডেটা নিচ্ছে হ্যাকাররা৷
advertisement
4/6
মাইক্রোসফট-এর রিপোর্ট বলছে, বিশ্বে যত এই ধরনের অপরাধ হচ্ছে, তার মধ্যে ৭৭ শতাংশই ভারতে ঘটছে৷
advertisement
5/6
৬৪ শতাংশ পুরুষ এই ধরনের অপরাধের শিকার হয়েছেন৷ ৬১ শতাংশ মহিলা বিপদে পড়েছেন৷ রিপোর্টে দেখা যাচ্ছে, ইন্টারনেট পর্নোগ্রাফি দেখার মাত্রা রোজ লাফিয়ে বাড়ছে৷
advertisement
6/6
সে ক্ষেত্রে সাইবার সেলের পরামর্শ, কোনও অপরিচিত ব্যক্তি যদি কোনও পর্ন সাইটের নাম করে ফোন করে, তা হলে দেরি না-করে পুলিশের সাইবার সেলে জানান৷