TRENDING:

বাংলাদেশের বরিশালে নববর্ষের কার্নিভ্যাল

Last Updated:
বাংলাদেশের বরিশালে নববর্ষের কার্নিভ্যাল
advertisement
1/5
বাংলাদেশের বরিশালে নববর্ষের কার্নিভ্যাল
গোটা বাংলাদেশ জুড়ে পালিত হচ্ছে নববর্ষ ৷ সকাল থেকেই বাংলাদেশের নানা জায়গায় শহরবাসী মেতে উঠেছে নতুন বছরের আনন্দে ৷ সকাল থেকেই রাজপথে প্রভাত ফেরি নিয়ে বেরিয়ে পড়েছেন বহু মানুষ ৷ বাংলা গানের সঙ্গে তাল মিলিয়ে জমজমাট বাংলাদেশের নববর্ষের উৎসব ৷ বাদ পড়েনি বরিশাল জেলাও ৷
advertisement
2/5
সকাল সকালই রাজপথে দেশের পতাকা নিয়ে নববর্ষের প্রভাত ফেরিতে নেমে পড়েছেন বরিশালের মানুষ ৷ গাইছেন জাতীয় সংগীত, নজরুল, রবি ঠাকুরের গান ৷
advertisement
3/5
শুধু গানই নয়, ঢাকের তালে ছন্দ মিলিয়ে এ যেন বর্ষবরণ ৷ পুরো অন্যমেজাজে গোটা বরিশাল ৷
advertisement
4/5
কারও হাতে পাখা, কারও হাতে ফুল ৷ তবে সবটাই নতুন মোড়কে ৷ বাংলাকে গোটা বিশ্বে তুলে ধরার শপথই যেন ফের নিয়ে নেওয়া নতুন বছরের শুরুতে ৷
advertisement
5/5
ছেলেদের পরনে পাঞ্জাবি, মেয়েরা পরেছেন লাল পেড়ে সাদা শাড়ি ৷ বাঙালিয়ানার রঙে রেঙে উঠেছে গোটা বাংলাদেশ ৷
বাংলা খবর/ছবি/বিদেশ/ওপার বাংলা/
বাংলাদেশের বরিশালে নববর্ষের কার্নিভ্যাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল